Astrological Tips

জ্যোতিষমতে রবির গ্রহ সূর্যদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন কোন উপায়ে?

রবির গ্রহ সূর্যদেব। শুভ ফল পেতে সূর্যদেবকে তুষ্ট করুন বিশেষ কিছু নিয়ম মেনে।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:১৩
সূর্যদেবের অধিপতি অগ্নি, প্রত্যাধি দেবতা ভগবান শিব।  

সূর্যদেবের অধিপতি অগ্নি, প্রত্যাধি দেবতা ভগবান শিব।   ছবি: সংগৃহীত।

সৌর মণ্ডলের রাজা সূর্যদেব, কাশ্যপ এবং অদিতির পুত্র। সূর্য পৃথিবীর প্রাণ ও শক্তির আধার। সূর্যদেবের সাতটি সবুজ ঘোড়া এবং সাতটি রশ্মি— গায়েত্রি, ত্রিস্তুপ, অনুষ্টুপ, জাগতি, পাঙ্কতি, ব্রিহতি এবং উশ্নিক। সূর্যদেব ১২ মাসে ১২ রাশিতে অবস্থান করেন। সূর্যদেবের অধিপতি অগ্নি, প্রত্যাধি দেবতা ভগবান শিব।

রবি অশুভ গ্রহ নহে রবি ক্রূর গ্রহ। রবির মিত্র গ্রহ চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল। অন্য দিকে শনি, শুক্র, রাহু এবং কেতুর সঙ্গে রবির শত্রুতা।

Advertisement

রবি শুভ হলে সরকারি বা সরকার সংক্রান্ত কাজে সাফল্য দান করে।

মানব দেহের হৃদ্‌যন্ত্র, মস্তিস্ক এবং চোখের উপর রবির প্রভাব পড়ে।

রবির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কয়েকটি নিয়ম মেনে চলুন—

সূর্য প্রণাম খুবই ফলদায়ী। ব্রাহ্ম মুহূর্তে (সূর্য উদয়ের ৪৮ মিনিট আগে থেকে সূর্য উদয়ের মুহূর্ত পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত) বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণামে তাঁর কৃপা লাভ করা যায়।

দেবাদিদেব মহাদেবের উপাসনায় রবির শুভ ফল মেলে।

রবির রত্ন চুনি ধারন, সোনা অথবা তামার আংটি বা বালা পরিধান, বিল্ব মুল (লাল সুতোয়) ধারণে শুভ ফল প্রাপ্তি হয়। একমুখি রুদ্রাক্ষ ধারণে শুভ ফল পাবেন।

রোজ নিষ্ঠার সঙ্গে সূর্য প্রনাম রোগ, দারিদ্র দূর করে।

সূর্যদেবের প্রিয় রং লাল। লাল জবা ফুলেই তুষ্ট সূর্যদেব। প্রত্যেকেই সূর্য প্রনাম করতে পারেন। সূর্য প্রণামের নির্দিষ্ট মন্ত্র আছে। মন্ত্র উচ্চারণ নির্ভুল হলে তবেই শুভফল মিলবে।

আরও পড়ুন
Advertisement