Vastu Shastra

Vastu Shastra: গোলাপ ফুলের মধ্যে রয়েছে এত বাস্তুগুণ!

গোলাপ ফুল যে শুধু মাত্র প্রেম নিবেদন করতেই কাজে আসে, তা নয়। এই ফুলে যেমন পুজো করা হয়, ঘর সাজানো হয়, তেমনই এর গন্ধ মানুষকে মুগ্ধ করে রাখে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ০৮:৪৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গোলাপ ফুল যে শুধু মাত্র প্রেম নিবেদন করতেই কাজে আসে, তা নয়। এই ফুলে যেমন পুজো করা হয়, ঘর সাজানো হয়, তেমনই এর গন্ধ মানুষকে মুগ্ধ করে রাখে। ঙ্কিন্তু অনেকেই জানেন না যে, গোলাপ মানুষকে রক্ষা করে নানা বাস্তুদোষ থেকেও।

বাস্তু দোষ থেকে কী ভাবে মুক্তি দেয় গোলাপ—

Advertisement

১) যদি দীর্ঘ দিন ধরে যদি অর্থকষ্টে ভোগেন এবং প্রচুর চেষ্টা করেও কোনও উপায় না পান, সে ক্ষেত্রে প্রতি শুক্রবার সন্ধ্যাবেলায় গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হবে।

২) ঘরের পরিবেশে সব সময় শুভ শক্তিকে ধরে রাখতে প্রতি মঙ্গলবার লাল কাপড়ে একটি লাল গোলাপ রেখে, তার উপর লাল চন্দন দিয়ে কাপড়টি মুড়ে নিজের ইষ্টদেবতার চরণে রাখুন। তার পর থেকে সাত দিন 'হনুমান চালিশা' পাঠ করুন এবং সাত দিন পর সব জিনিস বাড়ি থেকে দূরে কোথাও ফেলে আসুন।

৩) সপ্তাহে এক দিনও যদি সম্ভব হয় ঘরে ফুলদানিতে গোলাপ ফুল রাখুন। তবে অবশ্যই মনে রাখবেন, ফুল শুকিয়ে যাওয়ার আগেই বদলে ফেলতে হবে। এতে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল থাকবে।

৪) চাকরি পেতে সমস্যা হচ্ছে? প্রতিদিন স্নানের জলে গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করুন। যদি প্রতিদিন গোলাপের পাপড়ি পাওয়া সম্ভব না হয়, তা হলে গোলাপজল ব্যবহার করতে পারেন।

৫) বাড়িতে গোলাপ ফুলের গন্ধের ধুপ জ্বালুন, এর ফলে ঘরে অশুভ শক্তির প্রবেশ অনেকাংশে কম হয়।

৬) স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গোলাপের পাপড়ি শুকিয়ে বিছানার নীচে রেখে দিন এবং মাঝেমধ্যে সেগুলি বদলে ফেলুন।

আরও পড়ুন
Advertisement