—প্রতীকী ছবি।
জীবনে দ্রুত সাফল্য আসুক এটা আমরা সকলেই চাই। কিন্তু অনেকে খুব সহজেই সফলতা অর্জন করে ফেললেও, অনেকের ক্ষেত্রে সফলতা পেতে সময় লেগে যায়। সফলতা সহজে আসে না। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু অনেক সময় পরিশ্রম করেও সঠিক ফল আমরা পাই না। জ্যোতিষশাস্ত্র মতে এমন কয়েকটি টোটকা রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে সমস্যার অনেকটা সমাধান হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে বেরনোর আগে এই টোটকাগুলি পালন করতে হবে, তাতে সফলতা পেতে সুবিধা হবে।
টোটকা:
১) বাইরে কোনও কাজে বেরোনোর আগে বাড়ির ঠাকুরকে অবশ্যই প্রণাম করুন এবং বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই কাজে যান।
২) কাজে সফল হতে বাইরে বেরোনোর আগে বাড়ির সদর দরজার সামনে কয়েকটা গোলমরিচ ছড়িয়ে দিন। সেই ছড়ানো গোলমরিচের উপর দিয়ে হেঁটে চলে যান, আর পিছন ফিরে তাকাবেন না।
৩) বাইরে কাজে বেরোনোর আগে মিষ্টি খেয়ে তার পর যে কোনও কাজে যান। এর ফলে দ্রুত সফলতা আসবে।
৪) বাইরে কাজে বেরোনোর আগে একটা গোটা পাতিলেবুর মধ্যে চারটে লবঙ্গ ফুটিয়ে ঘরের ঈশান কোণে রেখে চলে যান।
৫) কোনও কাজে সফলতা পেতে বাইরে বেরোনোর আগে পাঁচটা তুলসিপাতা খেয়ে জল মুখে দিয়ে যান।
৬) যে কোনও কাজে সফলতা পেতে বাইরে যাওয়ার আগে গরুকে সবুজ ঘাস খাওয়ান।
৭) যে কোনও কাজে সফলতা পেতে বাইরে যাওয়ার আগে একটা চামচে সামান্য ঘিয়ের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে মুখে দিয়ে বাইরে যান।