Rash Purnima 2024

শুক্রবার রাস পূর্ণিমা, এই দিন সহজ কয়েকটি টোটকা পালনের মাধ্যমে ভাগ্যের হাল ফেরান

রাস পূর্ণিমার দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থ এবং সুখের রাস্তা খুলতে পারি।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৭:০৮
Exercise these rituals on the day of Rash Purnima for bringing money and good luck

—প্রতীকী ছবি।

শুক্রবার রাস পূর্ণিমা। রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসাবে মনে করা হয়। এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনে অর্থ এবং সুখের রাস্তা খুলতে পারি।

Advertisement

টোটকা

১) এই দিন কোনও ভাবেই তুলসী পাতা তোলা যাবে না। যদি সেই দিন তুলসী পাতার খুব প্রয়োজন হয়, তা হলে আগের দিনই তুলে রাখতে হবে।

২) জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাশ পূর্ণিমার আগের দিন একটি নাভি শঙ্খের রুপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনিতে ধারণ করুন। মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটি ধারণ করবেন।

৩) এই দিন কোনও ভাবেই নখ, চুল এবং দাড়ি কাটবেন না। অর্থাৎ, কোনও প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা যাবে না।

৪) রাস পূর্ণিমার দিন ভোরবেলা গঙ্গাস্নান করা শুভ।

৫) সাধ্যমতো যে কোনও সাদা জিনিস এই দিন দান করুন, এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে।

৬) রান্নাঘরের এই কয়েকটা জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। জিনিসগুলো হল তেল, নুন, চাল এবং হলুদ। শেষ হওয়ার আগেই এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসুন।

৭) রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মুর্তি, গোপাল, কৃষ্ণ এবং লক্ষ্মী-নারায়ণের পুজো করুন।

৮) এই দিন সন্ধ্যাবেলা বেলগাছের নীচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান।

৯) এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন।

১০) এই দিন প্রধান চালের জায়গায় একটা লাল কাপড়ে একটা গাঁট হলুদ, একটা কড়ি এবং একটা গোমতী চক্র একসঙ্গে বেঁধে রেখে দিন। তবে খেয়াল রাখবেন এই চালের পাত্র যেন কোনও ভাবেই পুরোপুরি শেষ না হয়।

আরও পড়ুন
Advertisement