শুরু হয়ে গেল ২০২৫ সাল। সকলের মনেই নতুন বছর নিয়ে নানা আশা রয়েছে। বহু মানুষই নতুন বছর কেমন কাটতে চলেছে সেটি আগে থেকেই জেনে রাখতে চান।
এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। জ্যোতিষীর থেকে জেনে নিন সামগ্রিক ভাবে নতুন বছর কেমন কাটতে চলেছে।
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের নতুন বছরটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। যে কোনও বিষয়ে খুব ভাল ফল না পেলেও, বাজে ফলও পাবেন না। মিশ্র ফল পাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। বিবাহিত হলে জীবনসঙ্গীর যত্ন নিতে হবে। বিদ্যার্থীদের লেখাপড়ায় একটু বেশি মনোযোগ দিতে হবে। আর্থিক দিক মধ্যম থাকবে। বছরের মাঝামাঝির পর থেকে একটু পরিবর্তন হতে পারে। মামলা-মোকদ্দমা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ– নতুন বছরের প্রথম থেকেই বৃষ রাশির জাতক-জাতিকাদের আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু সেই পরিশ্রমের ফল পাবেন মার্চ মাসের পরবর্তী সময় থেকে। দাম্পত্য জীবন সুখের হবে। এই বছর প্রেমে পরিণতি পেতে পারেন। বিদ্যার্থীরা নতুন বছরে ভাল ফল পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি থাকবে।
মিথুন– মিথুন রাশির জন্য ২০২৫ সাল শুভ হতে চলেছে। কিন্তু কর্মক্ষেত্রে নিজের ব্যবহার সংযত রাখতে হবে। তা হলে ভাল ফল পাবেন। জীবনে আর্থিক উন্নতি আসতে চলেছে। মে মাসের পর থেকে দাম্পত্য জীবনে কিছুটা পরিবর্তন লক্ষ করা যাবে। বিদ্যার্থীরা বছরের মধ্য ভাগ থেকে ভাল ফল পাবেন।
কর্কট– নতুন বছর কর্কট রাশির ব্যক্তিদের মোটের উপর ভাল কাটবে। আর্থিক দিকে বিশেষ উন্নতি হবে না। জীবনে কোনও জটিল সমস্যা থাকলে এই বছর সেটি থেকে মুক্তি পাবেন। সাংসারিক দিকে সতর্ক থাকা প্রয়োজন। বিদ্যার্থীরা নিজের চেষ্টার উপর ফল পাবেন।
সিংহ– সিংহ রাশির জন্য নতুন বছরটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে। কিছু ক্ষেত্রে ভাল ফল পেলেও, কিছু ক্ষেত্রে খারাপ ফল পাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত জীবনের উপর বিশেষ নজর দিতে হবে। আর্থিক দিকে বিশেষ কোনও সমস্যা আসবে না। বিদ্যার্থীদের জন্য বছরটা ভাল, তবে মে মাসের পর থেকে। সন্তানদের নিয়ে কোনও চিন্তা থাকলে তা কেটে যাবে।
কন্যা– কন্যা রাশির জন্য ২০২৫ সাল বেশ অনুকূল থাকবে। কিছু বিষয় বাদে বেশির ভাগ বিষয়ে ভালই কাটবে নতুন বছর। ২০২৪ সালের সঙ্গে তুলনা করলে ২০২৫ সাল বেশি ভাল কাটবে। সাংসারিক জীবন থেকে শুরু করে কর্মজীবন, সব দিকই ভাল থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা থাকবে না। বিদ্যার দিকও বেশ ভালই দেখা যাচ্ছে।
তুলা– ২০২৫ তুলা রাশির জন্য খুব ভাল ফল দিতে চলেছে। বিশেষ কোনও সমস্যা জীবনে থাকবে না। চাকরির ক্ষেত্রে ভাল খবর পেতে পারেন। কিন্তু নিজের বুদ্ধি সব সময় তীক্ষ্ণ রেখে চলতে হবে। আর্থিক দিকে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে। মে মাসের পরে দাম্পত্য, প্রেম, শিক্ষা, সব দিক থেকেই ভাল খবর পাবেন। গুরুজনদের প্রতি বিশ্বাস বজায় রেখে চলুন।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির জন্য এই বছরটা মধ্যম প্রকৃতির। পুরনো সমস্যা দূর হলেও নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। মে মাস পর্যন্ত সব দিকেই খুব ভাল ফল পাবেন, তবে মে মাসের পরের সময়টা থেকে সমস্যা বৃদ্ধি পেতে পারে। শারীরিক যে সমস্যা ছিল তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু– নতুন বছরের প্রথম দিকটা ধনু রাশির ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। মে মাসের পর থেকে কিছুটা হলেও ভাল কাটবে। শিক্ষার ক্ষেত্রেও মে মাসের পর শুভ ফল পেতে পারেন। দাম্পত্য জীবনের সমস্যা কাটিয়ে উঠতে বছরের মধ্য ভাগ হয়ে যেতে পারে। খুব আর্থিক অবনতি হবে না। নতুন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মকর– মকর রাশির ক্ষেত্রে নতুন বছরটা বেশ ভাল থাকবে। অনেক দিনের পুরনো সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। চাকরি এবং ব্যবসা, দু’দিকেই শুভ সংবাদ পেতে পারেন। মানসিক দিকে এবং কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বছরটা শুভ বলে মনে হচ্ছে। তবে সব দিক ভাল থাকলেও দাম্পত্য জীবন এবং আর্থিক দিকে সতর্কতা বজায় রাখতে হবে।
কুম্ভ– কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন বছরটা ভাল-খারাপ মিশিয়ে কাটবে। যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। যে সকল কাজ অসম্পূর্ণ ছিল, সেগুলি ধীরে ধীরে পরিণতি পেতে শুরু করবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শরীর ভাল থাকবে, তবে মায়ের শরীরের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
মীন– মীন রাশির ব্যক্তিরা এই বছর মিশ্র ফল পেতে চলেছেন। নিজের কাজের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। সৎ ভাবে চললে খুব ভাল ফল পাবেন। অলসতা কাটিয়ে উঠতে পারলে কর্মে সফলতা আসবে এবং এগিয়ে যেতে সক্ষম হবেন। মে মাসের পর কিছুটা ভাল ফল পাওয়ার আশা রাখতে পারেন।
সব ছবি: সংগৃহীত।