Mole

Mole in Palm: হাতের বিভিন্ন ক্ষেত্রে তিল, আঁচিল কী শুভ বা অশুভ ইঙ্গিত দান করে

হস্তরেখা বিচারে বিভিন্ন চিহ্ন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বিভিন্ন বিষয় ইঙ্গিত করে, তিল এবং আঁচিলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিল কালো, গোলাপি বা লাল রঙের হতে পারে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

হস্তরেখা বিচারে বিভিন্ন চিহ্ন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বিভিন্ন বিষয় ইঙ্গিত করে, তিল এবং আঁচিলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিল কালো, গোলাপি বা লাল রঙের হতে পারে। আকৃতিও ছোট বড় বিভিন্ন রকম হতে পারে। শরীরের বিভিন্ন স্থানে তিল এবং আঁচিলের অবস্থান বিভিন্ন ইঙ্গিত বহন করে। হাতের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন রেখায় তিল কী ইঙ্গিত দেয় দেখে নেওয়া যাক।

রবির ক্ষেত্রের নীচে জীবনরেখার উপর তিল চোখের সমস্যা বা চোখের পীড়া নির্দেশ করে।

Advertisement

শনির ক্ষেত্রের নীচে, জীবনরেখার উপর তিল পক্ষাঘাত নির্দেশ করে। জীবনরেখা দুর্বল হলে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী। দুর্বল জীবনরেখা থাকলে পক্ষাঘাত খুবই সমস্যার সৃষ্টি করতে পারে।

শনির ক্ষেত্রের নীচে, শিররেখার উপর তিল বা আঁচিল সম্পদশালী হওয়া নির্দেশ করলেও একাধিক বিবাহও নির্দেশ করে। শারীরিক ক্ষেত্রে খুব শুভ ইঙ্গিত দান করে না। ডায়বিটিস এবং প্রজনন অঙ্গের সমস্যা বা প্রজনন ক্ষমতার দুর্বলতা নির্দেশ করে।

বাম হাতের তালুর মধ্য ভাগে তিল মহিলাদের ক্ষেত্রে শুভ ভাগ্য নির্দেশ করে। বিশেষত ২৫ বছর বয়সের পর।

বাম হাতের তালুর পিছনে তিল বা আঁচিল বিলম্বে প্রতিষ্ঠা নির্দেশ করে। জীবনের মধ্য ভাগের পর সুখী জীবন নির্দেশ করে।

বাম হাতের তালুর পিছনে তিল মহিলাদের ক্ষেত্রে শিল্প নৈপূণ্য বা শিল্পক্ষেত্রে সাফল্য নির্দেশ করে।

পুরুষের ক্ষেত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে তিল বা আঁচিল খুব শুভ বলা যায় না। এটা অন্যের বশ্যতায় জীবনযাপন নির্দেশ করে।

মহিলাদের ক্ষেত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে তিল শুভ। ইহা শিল্পী সত্তা নির্দেশ করে। শিল্পে সুনাম যশ বৃদ্ধি নির্দেশ করে।

পুরুষের ক্ষেত্রে তর্জনীতে তিল বা আঁচিল সম্পদশালী আভিজাত্যের লক্ষণ। মহিলাদের ক্ষেত্রে অখ্যাতি এবং অশুভ লক্ষণ।

Advertisement
আরও পড়ুন