Vastu Shastra

Vastu Shastra: বাড়ির পূর্ব দিকে শয়নকক্ষ হলে কী সমস্যা দেখা দেয়, জানাচ্ছে বাস্তু শাস্ত্র

বাস্তু মতে গৃহের শয়ন কক্ষের শুভ বা উপযুক্ত অবস্থান দক্ষিণ দিক। দক্ষিণ দিকের শয়নকক্ষ রাহু এবং শুক্রের মধ্যে সর্বোত্তম সমতা রক্ষা করে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১০
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পূর্ব দিকে শয়নকক্ষ হলে বা পূর্ব দিকের কক্ষে শয়ন করলে গৃহের সদস্যদের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে।

গৃহের কোনও সদস্যের ঋণ থাকলে তা পরিশোধ করতে সমস্যা হয়।

Advertisement

গৃহে বসবাসকারী স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্বাভাবিকত্ব সৃষ্টি হতে পারে।

গৃহে বা নির্দিষ্ট কক্ষে শয়নকারী পুরুষ সদস্যদের স্বভাবে উগ্রতা বৃদ্ধি পেতে পারে।

তবে, গৃহের পূর্ব দিকের শয়নকক্ষ শিশুদের শয়নের পক্ষে উপযুক্ত।

আরও পড়ুন
Advertisement