Kaal Sarp Dosh

কালসর্প যোগ কী? এই যোগ থেকে প্রতিকারের উপায় কী?

কালসর্প যোগ বা দোষ এই ধরনেরই এক যোগ যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। এই দোষের ফলে কী হয়?

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫
Definition and remedies of Kaal Sarp Dosh

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে কিছু যোগের নাম শুনলেই মানুষ আতঙ্কে শিউড়ে ওঠে। কালসর্প যোগ বা দোষ এই ধরনেরই এক যোগ যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এই যোগের উল্লেখ নেই। পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় কালসর্প যোগ বা দোষ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে।

Advertisement

রাহু-কেতুর অবস্থানের ভিত্তিতে জন্মপত্রিকা বা কোষ্ঠীতে ১২ ধরনের কালসর্প যোগ বা দোষ সৃষ্টি হতে পারে।

আনান্ত কালসর্প যোগ–

লগ্ন বা চন্দ্র রাশিতে রাহু এবং সপ্তম স্থানে কেতুর অবস্থান থাকলে এই যোগ সৃষ্টি হয়। শারীরিক সমস্যা এই দোষের সব থেকে বড় সমস্যার কারণ হয়।

কুলিক কালসর্প যোগ–

লগ্নের বা রাশির দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টমে কেতুর অবস্থানের ফলে এই যোগ হয়। পারিবারিক সম্পর্কে, আর্থিক দিকে সমস্যা দেখা যায়।

বাসুকি কালসর্প যোগ–

এই যোগ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির তৃতীয়ে রাহু এবং নবমে কেতুর অবস্থানকে ধরা হয়। এই দোষের ফলে ভাই-বোনের সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়।

শাঙ্কপাল কালসর্প যোগ–

লগ্ন বা রাশির চতুর্থে রাহু এবং দশমে কেতুর অবস্থান থাকলে এই যোগ সৃষ্টি হয়। প্রাথমিক শিক্ষা ও গৃহ সুখের ক্ষেত্রে এই যোগ অশুভ।

পাদ্দাম কালসর্প যোগ–

এই যোগ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির পঞ্চমে রাহু এবং একাদশে কেতুর অবস্থানকে ধরা হয়। শিক্ষা, উপস্থিত বুদ্ধি, বন্ধু এবং সন্তানের ক্ষেত্রে এই দোষ অশুভ।

মহাপাদ্দাম কালসর্প যোগ-

লগ্ন বা রাশির ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতুর অবস্থানের ফলে এই যোগ হয়। এর ফলে গোপন অঙ্গে সংক্রমণ, শত্রু এবং অপ্রাকৃতিক বিষয়ে সমস্যা দেখা যায়।

তাকশাক কালসর্প যোগ–

লগ্ন বা রাশির সপ্তমে রাহু এবং লগ্নে বা রাশিতে কেতুর অবস্থানের কারণে এই যোগ হয়। দাম্পত্য জীবনে সমস্যা, জীবন সঙ্গী ও ব্যবসায় সঙ্গীর সঙ্গে সমস্যা সৃষ্টি হয়।

করকটা কালসর্প যোগ-

এই দোষ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির অষ্টমে রাহু এবং দ্বিতীয়ে কেতুর অবস্থানকে ধরা হয়। এই যোগ থাকলে জটিল রোগে ভোগার ভয় থেকে যায়।

শঙ্খচুড় কালসর্প যোগ-

লগ্ন বা রাশির নবমে রাহু এবং তৃতীয়ে কেতুর অবস্থান থাকলে এই যোগ হয়। এর ফলে বাবার সঙ্গে সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়।

ঘাতক কালসর্প যোগ-

লগ্ন বা রাশির দশমে রাহু এবং চতুর্থে কেতুর অবস্থানের ফলে এই যোগ হয়। এতে কর্ম সংক্রান্ত সমস্যা হয়।

বিষধর কালসর্প যোগ–

এই দোষ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির একাদশে রাহু এবং পঞ্চমে কেতুর অবস্থানকে ধরা হয়। এই দোষের ফলে কানের সমস্যা হয়।

শেষনাগ কালসর্প যোগ–

লগ্ন বা রাশির দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতুর অবস্থান থাকলে এই যোগ হয়। এই যোগ থাকলে ব্যক্তি পরোপকারী ও নীতি ভ্রষ্ট হন।

অন্যান্য গ্রহের দৃষ্টি এবং প্রভাবে উল্লিখিত বিষয়ের পরিবর্তন কম বা বেশি হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement