Dhanteras 2024

আগামী মঙ্গলবার ধনতেরস, পুজো করার অমৃতযোগ কখন?

শাস্ত্রমতে অমৃতের সন্ধানে দেবাসুরের সমুদ্রমন্থনের দিনটিই হল এই ত্রয়োদশী বা ধনতেরস তিথি। এই তিথি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১১:৩১
Date and timing of Dhanteras 2024

—প্রতীকী ছবি।

আগামী মঙ্গলবার, ২৯ অক্টোবর ধনতেরস বা ধনত্রয়োদশী। ‘ধন’ শব্দের অর্থ ধনসম্পত্তি এবং ‘তেরাস’ শব্দের উৎপত্তি ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ, ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব। শাস্ত্রমতে অমৃতের সন্ধানে দেবাসুরের সমুদ্রমন্থনের দিনটিই হল এই ত্রয়োদশী বা ধনতেরস তিথি। সমুদ্রমন্থনের সময় ধনরত্ন সঙ্গে নিয়ে লক্ষ্মীদেবী এবং অমৃতপাত্র হাতে নিয়ে দেবতাদের আরোগ্যের দেব ধন্বন্তরীর আগমন ঘটে। সেই অনুযায়ী ধনতেরস তিথি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং আরোগ্যের দেব ধন্বন্তরির জন্মতিথি।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –

ত্রয়োদশী শুরু–

বাংলা– ১২ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২৯ অক্টোবর, মঙ্গলবার।

সময়– সকাল ১০টা ৩৩ মিনিট।

ধনত্রয়োদশী, ধনতেরস।

অমৃতযোগ সকাল ৬টা ২৮ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১৩ মিনিট গতে ১০টা ৫৮ মিনিটের মধ্যে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট গতে রাত ৮টা ২২ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৯টা ১৩ মিনিট গতে ১১টা ৪৬ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ২৮ গতে ৩টে ১০ মিনিটের মধ্যে, পুনরায় ৪টে ৫৩ মিনিট গতে উদয়াবধি।

ত্রয়োদশী শেষ-

বাংলা– ১৩ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৩০ অক্টোবর, বুধবার।

সময়– সকাল ১টা ১৬ মিনিট।

অমৃতযোগ সকাল ৬টা ২৮ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১৩ মিনিট গতে ৭টা ৫৮ মিনিটের মধ্যে, পুনরায় ১০টা ১৩ মিনিট গতে ১২টা ২৮ মিনিটের মধ্যে।

মহেন্দ্রযোগ সকাল ৬টা ২৮ মিনিট গতে ৭টা ১৩ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ১৩ মিনিট গতে ৩টে ২৭ মিনিটের মধ্যে।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে–

ত্রয়োদশী শুরু-

বাংলা– ১২ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২৯ অক্টোবর, মঙ্গলবার।

সময়– সকাল ১০টা ৫৬ মিনিট ১০ সেকেন্ড।

ত্রয়োদশী শেষ-

বাংলা– ১৩ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৩০ অক্টোবর, বুধবার।

সময়– সকাল ১২টা ৫৯ মিনিট ৪২ সেকেন্ড।

আরও পড়ুন
Advertisement