Nil Puja

বৃহস্পতিবার নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গল চাইলে মেনে চলুন কয়েকটি নিয়ম, ফল মিলবেই

মা তাঁর সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন পুজো বা উপোস করেন। তেমনই একটি হল নীলপুজো। জ্যোতিষশাস্ত্রে এই পুজো নিয়ে বিশেষ কিছু টোটকার উল্লেখ আছে।

Advertisement
শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৮:৫১
Things to do on Nil Puja 2023

সন্তানের মঙ্গলে নীলপুজোয় পালন করুন বিশেষ কয়েকটি টোটকা। প্রতীকী ছবি।

আগামী ১৩ এপ্রিল নীলপুজো। মা তাঁর সন্তানের মঙ্গল কামনায় নীলপুজো করেন। সন্তানের মঙ্গল-অমঙ্গল নিয়ে মায়েরা সব সময়েই চিন্তিত থাকেন। তাই নীলপুজো নিয়ে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু টোটকার উল্লেখ আছে। শিবপুজোর সময়ে যদি এই টোটকাগুলি করা যায়, তা হলে, সন্তানের পাশাপাশি সংসারেরও মঙ্গল হবে।

Advertisement

কোন কোন টোটকা মেনে চলবেন?

১) সবার প্রথমে মনে রাখতে হবে, শিবের পুজো করার সময়ে যেন কোনও ভাবে শিবলিঙ্গের গায়ে আঘাত না লাগে। খুব ধীরে ধীরে শিবলিঙ্গের পুজো করতে হবে।

২) সন্তানের মঙ্গলের জন্য গঙ্গাজলে কাঁচা দুধ, কাঁচা হলুদের রস, সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

৩) নীলপুজোর দিন পারলে ছোট একটি রুপোর ত্রিশূলের লকেট নিন, তার পর একটি পাত্রে সাদা চন্দন দিয়ে তার উপর ত্রিশূলের লকেটটি রাখুন। যে কোনও সাদা ফুল ১০৮টি জোগাড় করুন। ১০৮টি ফুল ‘ওম নমঃ শিবায়’ বলে ওই ত্রিশূলের লকেটের উপর দিন। তার পর সেই লকেটটি শিবের মাথায় ছুঁইয়ে গলায় ধারণ করুন।

৪) নীলপুজোর দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করুন।

৫) নীলপুজোর দিন আখের রস দিয়ে শিবের অভিষেক করলে সাংসারিক নানা ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

৬) যদি আপনার সময় খুব খারাপ যায়, তা হলে এই দিন শিবকে যব অর্পণ করতে পারেন।

৭) এই দিন মধু, কাঁচা দুধ, গঙ্গাজল, চামেলির তেল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

৮) এই দিন ২৮টা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement