Astrological Tips

গোলাপ দিয়ে কোন টোটকা করলে, ধন-সম্পদ বেড়ে দ্বিগুণ হয়? কী বলে জ্যোতিষশাস্ত্র?

আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে নানা সমাধানের কথা বলা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে গোলাপ ফুল দিয়ে টোটকার কথা।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২
image of rose.

গোলাপ দিয়ে বিশেষ কিছু টোটকা করলে নানা সমস্যার সমাধান পাওয়া যাবে। ছবি: সংগৃহীত।

ধন-সম্পদ বাড়ুক, এটা প্রায় সকলেই চাই। কিন্তু আমাদের সব চাওয়া যে পূর্ণ হবেই, এ রকম কোনও মানে নেই। জীবনে চলার পথে যেমন সুখ থাকে, আবার দুঃখও থাকে। আর দুঃখ-কষ্টকে জয় করে এগিয়ে চলার নাম হল জীবন। সুখের সময় আমরা খুবই তাড়াতাড়ি অতিক্রম করি, কিন্তু দুঃখের সময় অতিক্রম হতে বেশ কিছুটা সময় লাগে। নানা মানুষের জীবনে নানা ধরনের সমস্যা থাকে। কারও আর্থিক কষ্ট, কারও পারিবারিক কষ্ট, আবার কারও থাকে দাম্পত্য কষ্ট। এই কষ্টের হাত থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে নানা সমাধানের কথা বলা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে গোলাপ ফুল দিয়ে টোটকার কথা, যা ঠিক ভাবে করতে পারলে আর্থিক দিকে বিশেষ উন্নতি হবে।

Advertisement

টোটকা—

১) পর পর ১১টা বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটা করে লাল গোলাপ অর্পণ করুন। এতে আর্থিক কষ্ট ধীরে ধীরে কমে যাবে।

২) একটা পান পাতার উপর সাতটা গোলাপের পাপড়ি নিয়ে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিন।

৩) মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে লাল গোলাপের মালা পরান, এতে আর্থিক উন্নতি হবেই।

৪) শুক্রবার সন্ধ্যায় আরতি করার সময়ে মা লক্ষ্মী দেবীর সামনে গোলাপ এবং কর্পুর একসঙ্গে পুড়িয়ে ফেলুন।

৫) গোলাপ ফুলের বেশ কিছুটা পাপড়ি একটা কাচের পাত্রে জলের মধ্যে রেখে, শোয়ার ঘরে রেখে দিন। সাত দিন পর এই জিনিসগুলি বদলে ফেলুন।

Advertisement
আরও পড়ুন