ছবি: সংগৃহীত।
২২ এপ্রিল ২০২৩ ভারতীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে দেবগুরু বৃহস্পতি নিজ রাশি মীন হইতে মেষ রাশিতে গমন করার কথা। ২২ এপ্রিলের পূর্বেই মেষ রাশিতে রবি, বুধ এবং রাহু অবস্থান শুরু করে। শাস্ত্র মতে বৃহস্পতি দেবগুরু, রাহু দৈত্য মানসিকতায় চণ্ডাল, বৃহস্পতি এবং রাহুর একই রাশি এবং একই নক্ষত্রে আগমনে সংগঠিত হতে চলেছে গুরু চণ্ডাল যোগ, যা শাস্ত্র মতে অশুভ যোগ।
আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাহু মেষ রাশিতে অবস্থান করবে।
বৃহস্পতি অবস্থান করবে কম-বেশি এক বছর। সুতরাং এই অশুভ যোগের প্রভাবের সম্ভাবনা কম-বেশি রাহু বৃহস্পতি একত্রে মেষ রাশিতে অবস্থান করার কাল পর্যন্ত, অধিক ফল দান করবে একই নক্ষত্রে অবস্থান কালে।
আগামী ২৭ মে ২০২৩ রাহু বৃহস্পতি একই ডিগ্রিতে অবস্থান করবে (মেষ রাশির ৮ ডিগ্রি অশ্বিনী নক্ষত্রে)।
দু’টি গ্রহ কম-বেশি ৫ ডিগ্রি আগে পিছে থাকাকালীন প্রভাব সর্বাধিক। সেই হিসাবে কম-বেশি ১০ মে ২০২৩ হইতে ১৫ জুন ২০২৩ সময়কাল সর্বাধিক ফল দান করবে আশা করা যায়।
আগামী ২২ জুন ২০২৩ বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র হইতে ভরণী নক্ষত্রে গমন করবে।
অশুভ গুরু চণ্ডাল যোগ সৃষ্টিতে গ্রহের প্রভাবের সহিত রাশির এবং নক্ষত্রের প্রভাবও লক্ষ্য করা যায়। মেষ রাশি মঙ্গলের রাশি সেই হিসাবে মঙ্গলের সক্রিয় প্রভাব অবশ্যই থাকবে।