—প্রতীকী ছবি।
আর কয়েক দিনের অপেক্ষা, তার পরেই পুরনো বছরের হিসাব শেষ করে নতুন হিসাব নিয়ে আসতে চলেছে নতুন বছর ২০২৫ সাল। ভাল-খারাপ, ঠিক-ভুল মিশিয়ে কেটেছে ২০২৪ সাল। পুরনো বছরে যদি কিছু ভুলভ্রান্তি হয়েও থাকে, নতুন বছরে আর সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। নতুন বছরে পুরনো বছরের সকল ভুল সংশোধন করে এগিয়ে চলতে হবে। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন জ্যোতিষী। জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী নতুন বছর ভাল ভাবে কাটানোর জন্য বিশেষ কিছু টোটকা করুন।
নতুন বছরের টোটকা:
১) ঘর নোংরা এবং অগোছালো রাখা যাবে না। নতুন বছর আসার আগেই বাড়িঘর পরিষ্কার করে সুন্দর ভাবে সাজিয়ে ফেলতে হবে।
২) রান্নাঘরের ভিতর অনেকেই আয়না রাখেন। এই কাজ করা ভুল। রান্নাঘরের ভিতর যদি আয়না থাকে, তা হলে সেটি দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করুন।
৩) ২০২৪ সালের শেষ অমাবস্যা হল ৩০ ডিসেম্বর। নতুন বছর ভাল কাটানোর জন্য এই দিন কোনও গরিব-দুঃখী বা যাঁর খুব প্রয়োজন সেই রকম কোনও ব্যক্তিকে একটা কম্বল দান করুন।
৪) বাড়ির কাছে যদি কলা বা বট গাছ থাকে, তা হলে খেয়াল রাখতে হবে যেন সেই গাছের ছায়া কোনও ভাবে আপনার বাড়ির উপর না পড়ে।
৫) বাড়ি থেকে যে কোনও বাতিল করা পুরনো জিনিস যেমন ছেঁড়া ক্যালেন্ডার, ভাঙা জিনিসপত্র নতুন বছর আসার আগেই বাইরে ফেলে দিন।
৬) বাড়িতে আ্যকোয়ারিয়াম থাকলে তার মধ্যে গোল্ড ফিস এবং কালো রঙের মাছ রাখুন।
৭) বসার ঘরে পরিবারের সকলে মিলে একটি ছবি তুলে টাঙালে খুব ভাল হয়।