Career Horoscope

পুজোর মাসে কোন রাশি কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন? কাদের সমস্যায় পড়তে হতে পারে?

পুজোর মাসে আপনার কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে, না কি বসের বকুনি খেয়েই কাটবে মাসটি? জ্যোতিষীর থেকে জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১২:১৪
Astrological prediction of your professional life in October 2024

—প্রতীকী ছবি।

অক্টোবর মাসে গ্রহের অবস্থান— বৃষ রাশিতে অবস্থান বৃহস্পতির, মিথুন রাশিতে মাসের প্রথম দিন অবস্থান করবে মঙ্গল। আগামী ২০ অক্টোবর রাশি স্থান পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে মঙ্গল। সিংহ রাশিতে মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে। কমবেশি আড়াই দিন পর পর চন্দ্র স্থান পরিবর্তন করবে। কন্যা রাশিতে কেতু, বুধ এবং রবি একসঙ্গে অবস্থান করবে। বুধ ১০ অক্টোবর পরবর্তী রাশি তুলায় এবং ২৯ অক্টোবর বৃশ্চিক রাশিতে গমন করবে। রবি ১৭ অক্টোবরে রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। তুলা রাশিতে নিজক্ষেত্রে অবস্থান শুক্রের, ১৩ অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। নিজক্ষেত্র কুম্ভ রাশিতে বক্র গতিতে শনি অবস্থান করবে। মীন রাশিতে রাহু অবস্থান করবে।

Advertisement

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও আপনার রাগ ও জেদ কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরী।

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের অধিকাংশ সময় কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। মাসের শেষ ১০ দিন বিশেষ সতর্কতা এবং সচেতনতা অবলম্বন জরুরী।

মিথুন রাশির কর্মক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী, মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

সিংহ রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান। এটি কর্মক্ষেত্রে ভাল ফল দান করবে।

কন্যা রাশির কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের। মাসের অধিকাংশ সময় আশানুরূপ ফল প্রাপ্তি না হলেও মাসের শেষ ১০ দিন ভাল ফল পাবেন।

তুলা রাশির কর্মক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী ভাগে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা কম।

ধনু রাশির কর্মক্ষেত্রে অবস্থান কেতু, বুধ এবং রবির। কর্মক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

মকর রাশির কর্মক্ষেত্রে অবস্থান কর্মক্ষেত্র অধিপতির। ফলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে, মাসের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

কুম্ভ রাশির কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন।

মীন রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের শেষ ১০ দিন বেশি বাল ফল পাবেন।

Advertisement
আরও পড়ুন