Rheumatoid Arthritis

মাঝেমাঝেই পায়ে ঝিঁঝি ধরে? রিউমাটয়েড আর্থ্রাইটিস হল কি না, আর কোন লক্ষণ দেখে বুঝবেন?

যে কোনও অসুস্থতা তাড়াতাড়ি ধরা পড়লে চিকিৎসা শুরু করা যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও দ্রুত চিকিৎসা শুরু হলে সেরে ওঠার সুযোগ থাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৮
আর্থ্রাইটিস হলে কী ভাবে বুঝবেন?

আর্থ্রাইটিস হলে কী ভাবে বুঝবেন? ছবি: সংগৃহীত।

শরীর জুড়ে আর্থ্রাইটিসের হানা ক্রমশ বেড়েই চলেছে। তবে এই রোগে হাড়ে ব্যথার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। রিউমাটয়েড আথ্রাইটিস রোগীর প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই রোগের জেরে হাড়ে প্রদাহ ও ব্যথা বাড়ে। হাত, কব্জি, পায়ে যন্ত্রণা হতে থাকে। তবে রোগ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলে চোখ, ত্বক, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও রক্তনালিতে সমস্যা হয়। এই অসুখ রাতারাতি কমিয়ে ফেলা যায় না। কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে সমস্যা। উপসর্গগুলি একবার জেনে নেওয়া জরুরি।

Advertisement

১) শরীরের ভিতরে নানা রোগ জমে থাকতে পারে। তা জানান দেয় জ্বর। মাঝেমাঝেই বিনা কারণে জ্বর এলে, বা ভিতরে জ্বর জ্বর ভাব থাকলে সাবধান হওয়া ভাল।

২) হাত-পা অবশ হয়ে যাওয়াও এই রোগের আর একটি লক্ষণ। হাত এবং পায়ের জোরও কমে যেতে পারে এর জেরে। এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।

৩) হাত-পায়ে টানা ব্যথা লেগেই থাকে? তা হলেও কিন্তু সতর্ক হওয়া জরুরি। রিউমাটয়েড আর্থ্রাটিস মানেই যে প্রচণ্ড ব্যথা হবে, এমন নয়। অনেক সময়েই এই অসুখ শুরু হয় কম ব্যথা দিয়েই। ফলে শুরুতেই সচেতন হওয়া জরুরি।

আরও পড়ুন
Advertisement