Prostate Cancer

Prostate Cancer: প্রস্রাব করার পরেও মূত্রত্যাগের বেগ? কিসের লক্ষণ

মূত্রত্যাগের পরেও আরও কিছুটা প্রস্রাবের বেগ আসা প্রোস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। সময় মতো ধরা পড়লে এর চিকিৎসা সম্ভব।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১১:১৬
শেষ হইয়াও হইল না শেষ?

শেষ হইয়াও হইল না শেষ? ছবি: সংগৃহীত

প্রোস্টেট ক্যানসার পুরুষদের অন্যতম প্রধান ক্যানসারগুলির মধ্যে অন্যতম। অথচ বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ধরা পড়লে প্রায় ৭৮ শতাংশ রোগীই দশ বছর বা তার বেশি সময় বেঁচে থাকতে পারেন। কিন্তু মুশকিল হল, অনেক সময়েই এই ক্যানসারের লক্ষণগুলি উপেক্ষা করেন মানুষ। আর তাতেই বেড়ে যায় ক্যানসার।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন আসা কখনও কখনও প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। পর্যাপ্ত জল না পান করা এবং বেলাগাম জীবনযাত্রার মতো কারণেও অস্থায়ী ভাবে একই ধরনের সমস্যা হতে পারে। তাই এই ধরনের সমস্যাকে উপেক্ষা করাই যেন দস্তুর।

কোন কোন লক্ষণ বিপদের সঙ্কেত?

বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে প্রস্রাবের বেগ আসা, ঘন ঘন মূত্র ত্যাগের প্রবণতা, ধীরগতির মূত্রপ্রবাহ এবং প্রস্রাব শেষ হয়ে গেলেও প্রস্রাব করার প্রয়োজনের অনুভূতি প্রোস্টেট ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ। অর্থাৎ, মূত্রত্যাগের পরে ‘শেষ হইয়াও হইল না শেষের’ অনুভূতি বোধ করলে এক জন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রোস্টেট ক্যানসারের অন্যান্য লক্ষণ

১। প্রস্রাব করতে সমস্যা

২। প্রস্রাবে রক্ত

৩। বীর্যে রক্ত

৪। হাড়ের ব্যথা

৫। অকারণে ওজন কমে যাওয়া

৬। লিঙ্গ শিথিলতা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন