Cough

Winter Cough: শীতকালের খুসখুসে কাশি বিরক্তির কারণ হয়ে উঠছে? জব্দ করুন ঘরোয়া উপায়ে

গলা খুসখুসানি হোক বা কাশি, সবটাই ভীষণ অস্বস্তিকর। কাশি কমাতে মেনে চলুন ঘরোয়া কয়েকটি টোটকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ২১:০৫
শীতকালে অনেকেই সর্দি-কাশিতে ভুগে থাকেন।

শীতকালে অনেকেই সর্দি-কাশিতে ভুগে থাকেন। ছবি: সংগৃহীত

শীতকালে অনেকেই সর্দি-কাশিতে ভুগে থাকেন। প্রাথমিক শুশ্রূষার পর সর্দি জ্বর কমে গেলেও অনেকসময় যেতে চায় না জেদি কাশি। সারাক্ষণ গলার কাছে একটা খুসখুসে ভাব লেগেই থাকে। শীতকালীন কাশির এই অস্বস্তি থেকে মুক্তি পেতে কী ভাবে নেবেন সুরক্ষা?

  • এক গ্লাস ঈষদুষ্ণ গরম জলে দু’ চা চামচ মধু, আধ চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত এক থেকে দু’বার খেলে কাশি কমে যাবে।
  • কাশি দূর করতে আদার টুকরোর সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ অন্তর খেলে কমতে পারে কাশি।
Advertisement
রাতে শুতে যাওয়ার আগে একগ্লাস গরম জল পান করলে আরাম হয়।

রাতে শুতে যাওয়ার আগে একগ্লাস গরম জল পান করলে আরাম হয়। ছবি: সংগৃহীত

  • সারাদিনে বার দুয়েক মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকবে।
  • গার্গল করলে শুধু মাথাব্যথা নয়, কাশিও কমে। এক গ্লাস গরম জলে আধ চিমটে নুন মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে গার্গল করুন। কাশি কমাতে দ্রুত সাহায্য করবে।
  • গরম জল দিয়ে গার্গেল করা ছাড়াও কাশি হলে রাতে শুতে যাওয়ার আগে একগ্লাস গরম জল পান করলে আরাম হয়।
  • গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। নিমেষে দূর হবে কাশি।
Advertisement
আরও পড়ুন