Winter Energy

শীতের আমেজে কাজের গতি কমে গিয়েছে? ঠান্ডায় চাঙ্গা থাকতে রোজ খান ৩ খাবার

শীতে শারীরিক ভাবেও ফিট হতে হবে। আর তার জন্য খাওয়াদাওয়ায় আনতে হবে বিশেষ বদল। শীতের কয়েকটি মাস সুস্থ এবং সচল থাকতে নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪
শীতে চনমনে থাক শরীর।

শীতে চনমনে থাক শরীর। ছবি: সংগৃহীত।

শীত বেশ জাঁকিয়েই পড়েছে। আমলকির ডালে ডালে উত্তুরে হাওয়ার নাচনও শুরু হয়ে গিয়েছে। আর কাঁপতে কাঁপতেই শীতকালীন উৎসবের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। শীতের আমেজে নানা উদ্‌যাপনের সমারোহ। পিকনিক থেকে পার্টি, গোটা শীতকাল জুড়ে উৎসবের মিছিল। তবে উৎসবের আতিশয্যে গা ভাসাতে শুধু মনে উত্তেজনা থাকলে চলবে না, শারীরিক ভাবেও ফিট হতে হবে। আর তার জন্য খাওয়াদাওয়ায় আনতে হবে বিশেষ বদল। শীতের কয়েকটি মাস সুস্থ এবং সচল থাকতে নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার।

Advertisement

১) শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে ‘সাইট্রাস’ জাতীয় ফলের জুড়ি মেলা ভার। পাতিলেবু, মোসম্বি ও কমলা যেমন জোগান দিতে পারে শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি-এর, তেমনই মেটাতে পারে ফাইবারের ঘাটতি। পেয়ারাতেও থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম।

২) অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ও ক্যানসার প্রতিরোধী গুণে সমৃদ্ধ পালং শাক কিন্তু শীতকালে সত্যিই হয়ে উঠতে পারে ‘সুপার ফুড’। ভিটামিন ও মিনারেলস তো রয়েছেই, তার সঙ্গে বাড়তি ওজন কমাতেও অত্যন্ত কার্যকর সবুজ পালং শাক।

৩) শীতকালে বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় কন্দজাতীয় সব্জি। বিট, গাজর, প্রভৃতি শীতকালীন সব্জি ভাল কোলেস্টেরল বৃদ্ধি করতে ও খারাপ কোলেস্টেরল কমাতে অত্যন্ত উপযোগী। তাই শীতকালে সুস্থতার চাবিকাঠি হতেই পারে এই সব্জিগুলি।

Advertisement
আরও পড়ুন