Stomach Problem

শীত বলে কি পেট গরম হতে পারে না? তেমন হলে চুমুক দিতে পারেন ৩ পানীয়ে

চিকিৎসকেরা জানাচ্ছেন তেষ্টা মেটাতে ও শরীর ঠান্ডা রাখতে প্রাকৃতিক পানীয়ের শরণাপন্ন হতে। এ ক্ষেত্রে কোন কোন পানীয় খাওয়া যাতে পারে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫

ছবি: সংগৃহীত।

জলের ঘাটতি মেটানোর পাশাপশি যেকোনও মরসুমে শরীর ঠান্ডা রাখাও ভীষণ দরকার। সে ক্ষেত্রে ভরসা রাখা যেতে পারে বিভিন্ন প্রকার পানীয়তে। তবে বাজারজাত পানীয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে, যা দেহের জন্য যথেষ্ট ক্ষতিকর। চিকিৎসকেরা তাই পরামর্শ দিচ্ছেন, তেষ্টা মেটাতে ও শরীর ঠান্ডা রাখতে প্রাকৃতিক পানীয়ের শরণাপন্ন হতে। এ ক্ষেত্রে কোন কোন পানীয় খাওয়া যাতে পারে?

Advertisement

ডাবের জল

ডাবের জলে ইলেকট্রোলাইটের খুব ভাল উৎস। গরমের দিনে নিয়মিত ডাবের জল খেলে শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। পেট ঠান্ডা থাকে। ডাবের জল শরীরে সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। এ ছাড়াও এই জলে ফাইবার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ভরপুর মাত্রায় থাকে। গ্রীষ্মের দিনে ডাবের জল খেলে তাতে শরীর চাঙ্গা থাকে।

আখের রস

আখের রস খুবই পুষ্টিকর প্রাকৃতিক পানীয়। এতে রয়েছে আয়রন, পটাশিয়ামের মতো উপাদান, যা শরীর চাঙ্গা করতে পারে খুব অল্প সময়েই। পাচনতন্ত্রের নানা সমস্যা দূর করতেও এটি দারুণ উপকারী।

ছাতুর শরবত

ছাতুর মধ্যে রয়েছে আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়ামের মতো নানা জরুরি উপাদান। ছাতুর শরবত পেট ঠান্ডা রাখতে এবং শরীরে শক্তি জোগাতে এই পানীয়ের জুড়ি মেলা ভার। পেটের সমস্যা হলেও এই শরবত খেলে উপকার পাবেন।

Advertisement
আরও পড়ুন