Peptic Ulcer Symptoms

কিছু খেলেই পেটে ব্যথা করছে? শরীরে পেপটিক আলসার বাসা বাঁধল কি না, কোন লক্ষণ দেখে বুঝবেন?

আলসার শব্দের অর্থ ‘ক্ষত’। পেপটিক আলসার হলে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে সেই ক্ষত হতে পারে। এই ক্ষতগুলি থেকেই পরবর্তী কালে জটিলতার সৃষ্টি হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১৮:৫২
Symptoms you should not ignore to avoid Peptic Ulcer

পেপটিক আলসারের কোন লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে ছুটবেন? ছবি: সংগৃহীত।

একটা সময় ছিল যখন অফিসের সামনে রোল, মোমো, চাউমিন দেখলেই লোভ সামলাতে পারতেন না। তবে এখন সেই সব সুস্বাদু খাবারের সামনে দিয়ে গেলেও অরুচি আসে? কিছু খেলেই যেন পেটে জ্বালা করে? খাবারে অরুচি আসা কিন্তু ভাল লক্ষণ নয়। এই উপসর্গ হতেই পারে পেপটিক আলসারের প্রাথমিক লক্ষণ। আলসার শব্দের অর্থ ‘ক্ষত’। পেপটিক আলসার হলে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে সেই ক্ষত হতে পারে। এই ক্ষতগুলি থেকেই পরবর্তী কালে জটিলতার সৃষ্টি হয়। খাদ্যনালিতে অধিক মাত্রায় অ্যাসিড উৎপন্ন হলেই এই রোগ হয়। এ ছাড়া ‘এইচ পাইলোরি’ নামক একটি ব্যাক্টেরিয়ার কারণে সংক্রমণ থেকেও এই রোগ বাসা বাঁধে শরীরে। এই সংক্রমণের ফলেই ক্ষুদ্রান্ত্রের ভিতরে আলসার দেখা দিতে পারে। আলসার সম্পর্কে সচেতন হোন শুরু থেকেই। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে সময় অপচয় না করেই চিকিৎসকের কাছে ছুটতে হবে।

Advertisement

১) দীর্ঘ দিন ধরে পেটের উপরের ও মাঝের দিকে জ্বালা করলে, কামড়ে ধরা ব্যথা হলে, সতর্ক হতে হবে।

২) গ্যাসট্রিক আলসার হলে রোগীর খাবার খাওয়ার দু’তিন ঘণ্টা পর পেটের ব্যথাটা বাড়ে। খাবার খাওয়ার পর যদি এমনটা প্রায়ই ঘটে, তা হলে তা আলসারের লক্ষণ হতে পারে।

৩) খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও সতর্ক হতে হবে। অনেক সময় দীর্ঘ ক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়।

৪) বুকজ্বালা করলে আমরা অনেক ক্ষেত্রেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যাই। ঘন ঘন এমনটা হওয়া কিন্তু আলসারের লক্ষণ হতে পারে।

৫) সারা ক্ষণ গা গোলানো, বমি-বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কি না, পরীক্ষা করিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন