Diabetes Symptoms

আপনি ডায়াবেটিক কি না রক্ত পরীক্ষার আগেই বুঝবেন কী করে?

দীর্ঘ দিন ধরে ডায়াবিটিস ধরা না পড়লে বা সঠিক চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্ত পরীক্ষা করার আগেই শরীরে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১১:৪৩
Image of Diabetes.

রক্ত পরীক্ষার আগেই কী করে বুঝবেন রক্তে শর্করার মাত্রা বেড়েছে কি না? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে ডায়াবিটিস আছে যাঁদের, তাঁদের নিয়মিত রক্ত পরীক্ষার মধ্যেই থাকতে হয়। কিন্তু পারিবারিক ইতিহাস থাকলেও ডায়াবিটিস হয়নি ভেবে যাঁরা নিশ্চিন্তে রয়েছেন, চুপিসারে কখন যে এই রোগ থাবা বসাবে তাঁদের শরীরে, তা বোঝা মুশকিল। দীর্ঘ দিন ধরে ডায়াবিটিস ধরা না পড়লে বা সঠিক চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। শরীরে আরও বেশ কিছু লক্ষণ আছে, যেগুলি দেখলে বোঝা যায়, কেউ ডায়াবিটিসে আক্রান্ত হয়েছেন কি না।

Advertisement

রক্ত পরীক্ষা করার আগেই শরীরে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

১) সপ্তাহখানেক আগে দাড়ি কাটতে গিয়ে অনেকটা কেটে গিয়েছে। দু-তিন দিনের মধ্যেই তা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু ৭ দিন হয়ে গেল কিছুতেই তা সারতে চাইছে না। এই লক্ষণ কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে হতে পারে।

২) ইদানীং আবার প্রস্রাবের বেগের চোটে মাঝরাতে দু-তিন বার ঘুম ভেঙে যাচ্ছে। জল বেশি না খাওয়ার পরেও যদি এই সমস্যা হয়, বুঝতে হবে ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে।

৩) ঘন ঘন তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে? এই লক্ষণও রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার একটি ইঙ্গিত হতে পারে।

Image of Diabetes.

রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সারা ক্ষণ খিদে পায়। ছবি: সংগৃহীত।

৪) ডায়াবিটিসে আক্রান্ত হলে বার বার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা এবং বিভিন্ন খনিজ বেরিয়ে যায়। এর ফলে ক্লান্ত লাগা স্বাভাবিক। কারণ ছাড়াই শরীর ক্লান্ত লাগলে সতর্ক হোন।

৫) দুপুরে পরিমাণ মতো সব কিছু খাওয়ার পরেও ঘণ্টাখানেকের মধ্যেই খিদে পেয়ে যাচ্ছে? রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিন্তু সারা ক্ষণ খিদে পায়।

৬) ঘাড়, গলা, দুই বাহুমূলে কালো ছোপ পড়েছে? নিয়মিত ঘরোয়া টোটকায় ত্বকচর্চা করেও ফল মিলছে না? দীর্ঘ দিন ধরে রক্তে শর্করা বেশি থাকলে, শরীরের এই বিশেষ বিশেষ জায়গায় কিন্তু কালচে ছোপ পড়ে।

৭) রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ঘন ঘন প্রস্রাব পায়। সেখান থেকে মূত্রাশয়, যৌনাঙ্গে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়।

Advertisement
আরও পড়ুন