Plant Based Omega-3 Fatty Acids

মাছ খেতে মোটেই পছন্দ করেন না! উদ্ভিজ্জ কোন কোন খাবার শরীরে ওমেগা-৩ জোগান দিতে পারে?

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মূলত সামুদ্রিক মাছ থেকেই পাওয়া যায়। কিন্তু মাছ খেতে অনেকেই পছন্দ করেন না। দেশে নিরামিষভোজীর সংখ্যাও নেহাত কম নয়। সে ক্ষেত্রে কী করণীয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৮:২৬
Omega 3 Fatty Acids

ছবি: সংগৃহীত।

ফ্যাট বা স্নেহপদার্থ মানেই তা শরীরের জন্য খারাপ, এমন নয়। রক্তে ভাল কোলেস্টেরলের জোগান দিতে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট। যার মধ্যে অন্যতম হল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। শরীরে এই উপাদানটির জোগান দিতে অনেকেই ওষুধ খেয়ে থাকেন। তবে পুষ্টিবিদেরা বলছেন, খাবারের মাধ্যমে যদি সঠিক পরিমাণে ওমেগা-৩ শরীরে পৌঁছয়, তা হলে লাভ বেশি।

Advertisement

ওমেগা-৩ গুরুত্বপূর্ণ কেন?

চিকিৎসকেরা বলছেন, হার্ট এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ভাল রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, অবসাদ ও উদ্বেগজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া চোখ ভাল রাখতেও এই উপাদানটি প্রয়োজন। সন্তানসম্ভবাদের জন্যও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ভাল।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মূলত সামুদ্রিক মাছ থেকেই পাওয়া যায়। কিন্তু মাছ খেতে অনেকেই পছন্দ করেন না। দেশে নিরামিষভোজীর সংখ্যাও নেহাত কম নয়। সে ক্ষেত্রে কী করণীয়? পুষ্টিবিদ-নেটপ্রভাবী দীপশিখা জৈন বলছেন, “যাঁরা আমিষ খাবার খান না, তাঁদের ক্ষেত্রে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অভাব পূরণ করা কঠিন, তবে অসম্ভব নয়। বিভিন্ন ধরনের বীজ এবং বাদামে এই উপাদান ভরপুর মাত্রায় রয়েছে।”

কোন কোন খাবার থেকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়?

১) চিয়া বীজ:

চিয়া বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভান্ডার। এ ছাড়া প্রোটিন এবং ফাইবারও রয়েছে ভরপুর মাত্রায়। তাই সামগ্রিক ভাবে হার্ট ভাল রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য নিরাময়েও সাহায্য করে।

২) আখরোট:

আখরোটের মূল উপাদান হল স্বাস্থ্যকর ফ্যাট। তার মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অন্যতম, যা মস্তিষ্কের কাজকর্ম সম্পাদনে বিশেষ ভাবে সাহায্য করে। ডিমেনশিয়া, পার্কিনসন্স, অ্যালঝাইমার্সের মতো স্নায়ুর জটিল রোগ প্রতিরোধে যা বিশেষ ভাবে সাহায্য করে।

৩) তিসি বীজ:

চিয়ার মতো ফ্ল্যাক্সসিড বা তিসি বীজেও ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই উপাদানটি। পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তিসি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

Advertisement
আরও পড়ুন