আর মিলবে না জনসন বেবি পাউডার? ছবি: সংগৃহীত
বন্ধ হয়ে যাচ্ছে ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থার তৈরি শিশুদের গায়ে মাখানোর ট্যালকাম পাউডার। শুক্রবার আমেরিকার ওই সংস্থা ঘোষণা করল, ২০২৩ সাল থেকে পৃথিবীর কোথাও আর ওই পাউডার বানানো হবে না।
ট্যালকাম পাউডার মাখার ফলে ক্ষতি হতে পারে শিশুর— এই অভিযোগ দীর্ঘ দিনের। আমেরিকা ও কানাডায় আগেই এই পাউডার উৎপাদন বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশেও চলছিল মামলা। সংস্থার তরফে জানানো হয়েছে, শিশুদের জন্য তৈরি সব পাউডারেই এ বার থেকে ব্যবহার করা হবে ‘কর্ন স্টার্চ’।
কোথায় সমস্যা?
ট্যালকাম পাউডার তৈরি করতে ট্যালক নামক একটি পদার্থ ব্যবহার করা হয়। এটি মূলত ম্যাগনেশিয়াম, সিলিকন ও অক্সিজেন দিয়ে গঠিত একটি উপাদান। এই উপাদানটি আর্দ্রতা শোষণ করতে ও ত্বককে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু এই ট্যালক-এ অনেক সময়ে মিশে থাকে অ্যাসবেসটস নামক একটি উপাদান। এই উপাদানটি শ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে ক্যানসারের আশঙ্কা বাড়ে। শুধু আমেরিকাতেই এই কারণে সংস্থার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় ৪৩ হাজার মামলা।