শিশুদের সুরক্ষিত রাখতে হেপাটাইটিসের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। ছবি: সংগৃহীত
কোভিড, মাঙ্কি পক্সের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে হেপাটাইটিস। ‘লন্ডন হেলথ সিকিউরিটি এজেন্সি’ এর তথ্য অনুসারে দেশে এখন ১০ বছর এবং তার কমবয়সি প্রায় ২২২ জন হেপাটাইটিস আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গিয়েছে। গতকাল আরও ২০ জন হেপাটাইটিস আক্রান্ত শিশুর খোঁজ মিলেছে। আক্রান্তদের প্রত্যেকেই আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে, ইংল্যান্ডের বাসিন্দা। এখনও পর্যন্ত আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ১৭ জনের যকৃৎ প্রতিস্থাপনের প্রয়োজন পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষিত রাখতে হেপাটাইটিসের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।
শিশুদের মধ্যে কোন লক্ষণগুলি দেখে চিনবেন হেপাটাইটিস?
১) চোখ বা ত্বকের সাদা অংশ হলদে হয়ে যাওয়া।
২) গাঢ় হলুদ রঙের প্রস্রাব।
৩) পেশিতে এবং গাঁটে ব্যথা।
৪) সারা ক্ষণ ক্লান্ত লাগা।
৫) খিদে না পাওয়া।
৬) পেটে ব্যথা করা।
শিশুদের মধ্যে এই সবগুলি বা কয়েকটি উপসর্গ দেখা দিলেও অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ শিশুকে খাওয়াবেন না।
প্রাথমিক ভাবে বেশি তরল জাতীয় খাবার ও জল খাওয়ান।
খুব যদি বেশি পেট ব্যথা করে তা হলে ঝাল-মশলাদার খাবার একেবারে খাওয়াবেন না। এবং অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।