ওষুধের পাতায় লাল রঙের দাগ কি বিপদ সঙ্কেত? ছবি: সংগৃহীত।
দোকান থেকে ওষুধ কেনার সময়ে মনে করে তার মেয়াদ পেরিয়ে গিয়েছে কি না, দেখে নেন। আবার, এক ধাপ এগিয়ে ওই ওষুধটির ‘কম্পোজ়িশন’-এ চোখ বুলিয়ে নেওয়ার অভ্যাসও কারও কারও রয়েছে। কিন্তু বেশ কিছু ওষুধের পাতায় লাল রঙের বিশেষ একটি লম্বা দাগও দেখা যায়। কেনার সময়ে তা খেয়াল করেন কি? এই সঙ্কেতের অর্থই বা কী?
সাধারণ মানুষের মধ্যে একটি প্রবণতা লক্ষ করা যায়। সামান্য কাটা-ছেঁড়া, জ্বর-সর্দির মতো উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকে দোকান থেকে ওষুধ কিনে খেয়ে ফেলেন। কিন্তু সচেতনতার অভাবে কেনার সময়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি খেয়াল করেন না। ব্যস্ত রাস্তায় গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে যায় সিগন্যালের লাল আলো দেখে। সেই নিয়ম অগ্রাহ্য করলে বিপদের সম্ভাবনা থাকে। তেমনই বেশ কিছু ওষুধের পাতার একপাশে থাকে লাল রঙের বিশেষ একটি চিহ্ন। এই ধরনের ওষুধ সাধারণত চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যায় না। ওষুধের ডোজ় কম বা বেশি হলেই কিন্তু হিতে বিপরীত হতে পারে। ওষুধের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই রবিবার স্বাস্থ্য মন্ত্রক বিশেষ একটি নির্দেশিকা জারি করেছে। বৈধ প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ যাতে কোনও দোকান বিক্রি করতে না পারে, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের নিজস্ব ‘এক্স’ হ্যান্ডল-এ সেই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। ওষুধ কেনার সময় মেয়াদ দেখার পাশাপাশি পাতার উপর ওই বিশেষ চিহ্নটি রয়েছে কি না, তা দেখে নিতে অনুরোধ করা হয়েছে।