Type 1 Diabetes Symptoms

খুদে কি সারা ক্ষণ ঝিমিয়ে থাকছে? শরীরে ডায়াবিটিস বাসা বেঁধেছে কি না বুঝবেন কী করে?

অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই শিশুদের শরীরেও বাসা বাঁধে মধুমেহ রোগ। শিশুদের মধ্যে কোন লক্ষণগুলি দেখলেই অভিভাবকদের সতর্ক হতে হবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৭:৫১
Five signs of type 1 diabetes in children you must not ignore.

শিশুর শরীরে ডায়াবিটিসের কোন উপসর্গ দেখলেই সতর্ক হবেন? ছবি: সংগৃহীত।

বাবা-মায়ের ডায়াবিটিস থাকলে শিশুদের শরীরেও এই রোগ বাসা বাঁধার ঝুঁকি থেকে যায়। তাই পরিবারে কারও ডায়াবিটিস থাকলে শিশুদের প্রতি বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। শিশুদদের রোজকার খাবারে চকোলেট, কর্নফ্লেক্স, প্যানকেক, নুডলস, মোমো, চিপ্‌স, বার্গারের আধিক্যের কারণেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। ইদানীং অধিকাংশ শিশুই মাঠে গিয়ে খেলাধুলোর বিষয়ে উদাসীন, উল্টে কম্পিউটারের সামনে বসে ভিডিয়ো গেম খেলাতেই তাদের বেশি আগ্রহ। এই অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই শিশুদের শরীরে বাসা বাঁধছে মধুমেহ রোগ। শিশুদের মধ্যে কোন লক্ষণ দেখলেই অভিভাবকদের সতর্ক হতে হবে?

Advertisement

১) শিশু কি ঘন ঘন জল খাচ্ছে? এটি কিন্তু ডায়াবিটিসের লক্ষণ। ডায়াবিটিসের কারণে জিভে লালার পরিমাণ কমে যায়, গলা শুকিয়ে যায়। ডায়াবিটিসের মাত্রা অত্যধিক হারে বেড়ে গেলে গলায় জ্বালা, আলসার, এমনকি সংক্রমণ পর্যন্ত হতে পারে।

২) বোর্ডের লেখা পড়তে সমস্যা হচ্ছে খুদের? কেবল টিভি দেখার বা মোবাইল ঘাঁটার ফলে দৃষ্টিশক্তির সমস্যা না-ও হতে পারে। ডায়াবিটিস শরীরে বাসা বাঁধলেও চোখের সমস্যা শুরু হয়।

৩) খুদে সারা ক্ষণ ঝিমিয়ে থাকছে। ঘুম থেকেও উঠেও তার ক্লান্তিভাব কাটছে না। এমনটা দেখলে সতর্ক হোন। ডায়াবিটিসের কারণে শরীরে দুর্বলতা দেখা দিতে পারে।

৪) বার বার প্রস্রাব করাও কিন্তু ডায়াবিটিসের লক্ষণ। সন্তান যদি বার বার শৌচাগারে দৌড়ায়, তা হলে বুঝতে হবে তার রক্তে শর্করার মাত্রা বেড়েছে।

৫) শিশুর শরীরে মাঝেমধ্যেই র‌্যাশ বেরোচ্ছে? গা- হাত-পায়ে কালো ছোপ পড়ছে? তা হলে কিন্তু সতর্ক হতে হবে। শিশুর মুখের ভিতরের অংশ, জিভে ঘন ঘন ঘা হলে বা জ্বালা করলে বিষয়টি এড়িয়ে যাবেন না। ডায়াবিটিস বাসা বাঁধলে এমনটা হতেই পারে।

Advertisement
আরও পড়ুন