Sprouts Benefits

ডায়াবিটিস ধরা পড়েছে? প্রাতরাশে কী খেলে পেট ভরবে আর রক্তের শর্করার মাত্রাও কমবে?

ডায়াবেটিকদের খাওয়াদাওয়ায় নানা রকম বিধিনিষেধ থাকে। প্রাতরাশে কিংবা হালকা খিদে পেলে কী খাবেন, সেই ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। মুশকিল আসান হতে পারে স্যালাড দিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৫:৪১
ডায়াবেটিকদের জন্য স্বাস্থ্যকর নাস্তা  কী হতে পারে?

ডায়াবেটিকদের জন্য স্বাস্থ্যকর নাস্তা কী হতে পারে? ছবি: শাটারস্টক।

রোগা হওয়ার পর্বে সাধারণত খাবারে রাশ টানেন সকলে। দ্রুত ওজন ঝরাতে অনেক খাবার খাওয়াই বন্ধ করতে হয়। তবে উপোস করে থাকা ওজন কমানোর একমাত্র পথ নয়। বরং এমন কিছু খাবার রয়েছে, যেগুলি বেশি করে খেলে ওজন কমানোর পথ আরও সহজ হয়ে যায়। সেই তালিকায় একেবারে প্রথম দিকে রয়েছে অঙ্কুরিত ছোলা। এই ছোলায় রয়েছে ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো স্বাস্থ্যকর উপাদান। যা ওজন কমানোর পক্ষে অত্যন্ত কার্যকরী। কেবল ওজন কমাতেই নয়, অঙ্কুরিত ছোলার রয়েছে আরও অনেক গুণ।

Advertisement

১) অঙ্কুরিত ছোলায় রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার। হজমক্ষমতা বাড়িয়ে তুলতে ফাইবারের জুড়ি মেলা ভার। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হজম ঠিকঠাক হওয়া জরুরি। রোজের ডায়েটে যদি অঙ্কুরিত ছোলা রাখা যায়, সে ক্ষেত্রে হজমজনিত সমস্যার ঝুঁকি কম থাকে।

২) ডায়েটে যদি প্রোটিন না থাকে, সে ক্ষেত্রে চেষ্টা করেও রোগা হওয়া কঠিন হয়ে পড়ে। দ্রুত রোগা হতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি। অঙ্কুরিত ছোলায় প্রোটিনের পরিমাণ অনেক বেশি। এক বার খেলে পেট ভর্তি থাকে দীর্ঘ ক্ষণ। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতাও কমে যায়। সেই সঙ্গে ওজনও হাতের মুঠোয় থাকে।

৩) ওজন নিয়ন্ত্রণে রাখতে ক্যালোরি যত কম খাওয়া যায়, ততই ভাল। সে দিক থেকেও অঙ্কুরিত ছোলা এগিয়ে। কারণ, এই ছোলা হল ক্যালোরিহীন। ছিটেফোঁটাও ক্যালোরি নেই এতে। ফলে ডায়েটে নির্ভয়ে রাখতে পারেন এটি।

৪) অঙ্কুরে থাকে ‘ফাইটোনিউট্রিয়েন্ট’ নামক উপাদান। যেমন, ব্রকলিতে থাকে ‘সালফোরাফেন’। পাশাপাশি এই অঙ্কুরগুলি ক্যালশিয়াম ও ভিটামিনে সমৃদ্ধ।

৫) অঙ্কুরিত ছোলায় কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকে। ডায়াবিটিস রোগীরা তাঁদের ডায়েটেও এই খাবার রাখতে পারেন। হালকা খিদে পেলে কিংবা প্রাতরাশে অঙ্কুরিত ছোলা দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন তাঁরা। শরীরে ইনসুলিনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন