corona

Covid 19: এ বার কি সকলের করোনা হবে? কী উত্তর দিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী

দুটি টিকা নিয়েও একবার, দু’বার কিংবা তিনবারও করোনা আক্রান্ত হচ্ছেন মানুষ। কেন হচ্ছে এমন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১১:২৭

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই যেন দাবানলের মতো ছড়াচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায়কলকাতায়করোনা আক্রান্ত হয়েছেন৪৭৬৯ জন। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, দুটি টিকা নিয়েও একবার, দু’বার এমনকি, তিনবারও করোনা আক্রান্ত হচ্ছেন মানুষ। অথচ তাও ঘাটতি থেকে যাচ্ছেসচেতনতায়। পার করে আসা দুটি উৎসবে মাস্কবিহীন উন্মাদনায় ভেসে গিয়েছেন অনেকেই। তবে কী তৃতীয় ধাপে এসে সকলেই করোনা আক্রান্ত হতে চলেছেন? আনন্দবাজার অনলাইনের ‘ভরসা থাকুক’ ফেসবুক এবং ইউটিউব লাইভে এই বিষয়টি পরিষ্কার করলেন খ্যাতনামা চিকিৎসক এবং রাজ্যের কোভিড কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অভিজিৎ চৌধুরী।

Advertisement

ছবি: সংগৃহীত

অভিজিৎ চৌধুরী বললেন, ‘‘গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে যত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তা হিমবাহের চূড়া মাত্র। শুধু কলকাতা নয় বৃহত্তর পশ্চিমবঙ্গের গ্রাম-বাংলার আনাচে কানাচে কত সংখ্যক মানুষ যে জর-সর্দি-কাশিতে ভুগছেন তার কোনও হিসাব নেই।’’

বছরের শুরুতেই বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয় যে ২০২২ সালের মধ্যে পৃথিবী কোভিডমুক্ত হবে। এই বিষয়ে কী মত চিকিৎসকের? তিনি বললেন‘‘মানুষের অভ্যাস দুঃখের মধ্যে অল্প আশার আলো দেখে উদ্দীপ্ত হয়ে ওঠা। তবে সেই উদ্দীপনার ভাবনা থেকেই বলছি সবার না হলেও এই ধাপে একটা বড় অংশের মানুষের কোভিড হবে। তার যথেষ্ট ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়েছি।’’

আরও পড়ুন
Advertisement