diabetes

Diabetes and Obesity: ডায়াবিটিসের ওষুধেই স্থূলতা কমবে ২০ শতাংশ, দাবি গবেষণায়

গবেষকদের দাবি, টারজেপটাইড নামক একটি ডায়াবিটিসের ওষুধ স্থূলতার সমস্যা কমিয়ে দিতে পারে ২০ শতাংশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৭:৩৯
ডায়াবিটিসের ওষুধে কমবে ওজনও?

ডায়াবিটিসের ওষুধে কমবে ওজনও? ছবি: সংগৃহীত

ডায়াবিটিসের সঙ্গে যে স্থূলতার যোগ রয়েছে, তা জানেন অনেকেই। কিন্তু ডায়াবিটিসের ওষুধে কমবে স্থূলতার সমস্যা! অদ্ভুত শোনালেও এমনটাই দাবি করলেন একদল গবেষক। গবেষকদের দাবি, টারজেপটাইড নামক একটি ওষুধ স্থূলতার সমস্যা কমিয়ে দিতে পারে ২০ শতাংশ।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের কয়েক জন গবেষক একসঙ্গে ২৫০০ জনের উপর ৭২ সপ্তাহ ধরে চালিয়েছিলেন এই গবেষণা। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের স্থূলতার ভিত্তিতে ৪টি ভাগে ভাগ করা হয়। তার পর ৫ মিলিগ্রাম, ১০ মিলিগ্রাম, ১৫ মিলিগ্রাম ও প্লাসিবো হিসাবে এই ৪টি দলে প্রয়োগ করা হয় ওষুধটি।

গবেষণার ফল বলছে, যাঁরা সবচেয়ে বেশি পরিমাণে ওষুধ খেয়েছেন, তাঁদের ওজন কমেছে প্রায় ২০ শতাংশ। বিশেষজ্ঞদের দাবি, এই ওষুধটি দেহের কিছু হরমোনের কার্যকারিতাকে নকল করে। এই ধরনের হরমোনগুলি পেট ভরাট থাকার অনুভূতি তৈরি করে। তাই ওষুধটি খেলে সহজে খিদে পায় না। অল্প খাবারেই ভরে যায় পেট। আর সে কারণেই বৃদ্ধি পায় না ওজন। তবে গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement