Health Benefits of Fennel Seeds

বেশি খাওয়া বা অনেক ক্ষণ না খেয়ে পেট ফাঁপা, সব সমস্যাতেই কাজ করবে হেঁশেলের এক মশলা

পেটের যাবতীয় সমস্যা প্রাথমিক পর্যায়েই সামলে দিতে পারে এই মশলা। জানেন সেটি কী?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৮
Image of Fennel seeds

কী ভাবে খেলে বাড়বে মৌরির গুণ? ছবি- সংগৃহীত

পেট গরম, পেট ফাঁপা বা হজমের সমস্যা থেকে খিদে না পাওয়া, সমস্যা অনেক কিন্তু সমাধান একটি। সেটি হল মৌরি। রান্নায় ফোড়ন হিসাবে ব্যবহার করা হলেও আয়ুর্বেদে মৌরি কিন্তু পেটের মহাঔষধ। পেটের যাবতীয় সমস্যা প্রাথমিক পর্যায়েই সামলে দিতে পারে এই মশলা। শুধু তা-ই নয়, দেহের তিন তত্ত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মৌরির বিশেষ ভূমিকা রয়েছে। তবে পেটের সমস্যা হলে মৌরি খাওয়ার চেয়ে, সমস্যা হওয়ার আগেই তাকে প্রতিরোধ করা ভাল।

Advertisement

নিয়মিত মৌরি খেলে হজমের পাশাপাশি, হার্টও ভাল থাকে। শিশুদের কৃমি নাশ করতে, বমি বমি ভাব কাটাতেও মৌরি দারুণ উপকারী। এ ছাড়াও দুধের পরিমাণ বাড়িয়ে তুলতে স্তন্যপান করান এমন মহিলাদেরও মৌরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন তাঁরা ডায়েট এবং শরীরচর্চার পাশাপাশি মৌরি ভেজানো জল খেয়ে দেখুন। মেটাবলিজম বা বিপাক হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে এই মশলা। কাজেই প্রতিদিন সকালে খালি পেটে মৌরি ভেজনো জল খেলে কিছু দিনের মধ্যেই তার প্রভাব কিন্তু নজরে আসবে।

কোন কোন সমস্যায় পড়লে খাবেন মৌরি?

খাওয়ার পর ১ চা চামচ মৌরি হজমের গোলমাল অনেকটাই কমিয়ে দিতে পারে।

পেট ফাঁপার সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে মৌরি ভেজানো জল।

এ ছাড়া মৌরির চা থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবিটিসের মতো রোগও নিয়ন্ত্রণে আনতে পারে।

মহিলাদের ঋতুস্রাবের ব্যথা নিরাময়েও দারুণ উপকারী।

Advertisement
আরও পড়ুন