Haji Nurul Islam

লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম, কাদের এ রোগের ঝুঁকি বেশি?

দীর্ঘ দিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৬১ বছর বয়সি নুরুল। লিভার ক্যানসারের কারণে মৃত্যুর হার কেন বাড়ছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১২
Basirhat MP Haji Nurul Islam dies of Liver Cancer, know the risk factors of this disease

বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন দিন বাড়ছে লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা। অল্পবয়সিদের শরীরে হানা দিচ্ছে ফ্যাটি লিভারের মতো অসুখ। চিকিৎসকদের মতে, সেই রোগই কিন্তু আরও বেশি করে ঠেলে দিচ্ছে লিভার ক্যানসারের দিকে।

Advertisement

সারা দিনের ইঁদুরদৌড়, তার উপর নামমাত্র খাওয়া, কখনও বা প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলা, কম ঘুম— এই সব অভ্যাসের কারণেই শরীরে বাসা বাঁধছে লিভারের অসুখ। অনিয়মিত জীবনের সঙ্গে শখের বা অভ্যাসের মদ্যপান মিশিয়ে তাকে আরও জটিল করে তোলেন অনেকেই। সঙ্গে অবশ্যই চলে অকারণে বেদনানাশক ওষুধ খেয়ে চলার প্রবণতা। উদ্দেশ্য, লিভারের যেটুকু ক্ষতি বাকি আছে, তা পুষিয়ে দেওয়া। এই সব বদভ্যাসের জেরে লিভার সিরোসিস, ফ্যাটি লিভারের পাশাপাশি লিভারের ক্যানসারের ঝুঁকিও বেড়ে গিয়েছে কয়েক গুণ।

যকৃতের ক্যানসার মূলত দু’ধরনের। ক্যানসার যখন সরাসরি লিভারে বাসা বাঁধে, তাকে বলে ‘প্রাইমারি লিভার ক্যানসার’ বা ‘হেপাটোসেলুলার (এইচসিসি) ক্যানসার’। যখন শরীরের অন্য কোনও অঙ্গপ্রত্যঙ্গে ক্যানসার হয়, সেখান থেকে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে যকৃতেও। এ ক্ষেত্রে সেটিকে ‘সেকেন্ডারি লিভার ক্যানসার’ বা ‘মেটাস্ট্যাটিক লিভার ক্যানসার’ বলা হয়। প্রাইমারি লিভার ক্যানসার খুব একটা দেখা যায় না। বেশির ভাগ ক্ষেত্রেই সেকেন্ডারি লিভার ক্যানসার দেখা যায়।

কাদের লিভার ক্যানসারের ঝুঁকি থাকে?

১) জিনগত কারণে যকৃতের ক্যানসার হতে পারে।

২) ওজন বেশি হলেও তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা না করলে বাড়তে পারে এই রোগের আশঙ্কা। স্থূলতার সমস্যা থাকলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের ঝুঁকিও বাড়ে। এই রোগ থেকেও ক্যানসারের আশঙ্কা বাড়ে।

৩) মদ্যপানও ক্ষতি করে যকৃতের, বাড়িয়ে তোলে লিভার ক্যানসারের ঝুঁকি।

৪) হেপাটাইটিস বি বা সি-এর জন্য যকৃতে সংক্রমণ ঘটে। বার বার জন্ডিসে আক্রান্ত হলেও বাড়তে পারে এই ক্যানসারের আশঙ্কা।

৫) টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীদেরও লিভার ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

লিভার ক্যানসারের উপসর্গ কী?

যখন অন্য কোনও অঙ্গে ক্যানসার হয়, তখন সেই অনুযায়ী ছড়াতে পারে এটির উপসর্গ। সাধারণত, অজ্ঞান হয়ে যাওয়া, রক্তবমি হওয়া, পেটের উপরের দিকে কিছুটা ব্যথা হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। খিদে কমে যাওয়াও এর একটি লক্ষণ হতে পারে।

চিকিৎসকদের মতে, এই সব উপসর্গ লিভার সিরোসিসের রোগীদের মধ্যেও দেখা যায়। কিন্তু, ক্যানসার আর সিরোসিসের উপসর্গ এক হলেও এই দু’টি রোগ এক নয়। যখন কোনও দীর্ঘকালীন ক্রনিক রোগে কেউ ভুগতে থাকেন কিংবা অত্যধিক মদ্যপান করেন, তখন রোগীর শরীর চেষ্টা করে ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সারিয়ে তোলার। এই সময়ে যকৃতের মধ্যে থাকা কিছু ‘ফাইব্রাস টিসুর’ মধ্যে পারস্পরিক বোঝাপড়া নষ্ট হয়ে যায়। এর থেকে হয় ‘স্কারিং অফ লিভার’ অর্থাৎ, সিরোসিস। এই দু’টি রোগের উপসর্গ প্রায় একই হওয়ার কারণে অনেক সময়েই রোগী বা তাঁর পরিবারের বুঝতে দেরি হয়ে যায়। তাই উপসর্গগুলি দেখলেই সতর্ক হোন, চিকিৎসকের পরামর্শ নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement