Ginger For Cough

খুকখুকে কাশি থামছেই না? মুখে পুরে দিন এক টুকরো আদা, আর কী ভাবে তা খাবেন?

খুকখুকে কাশি রাতের ঘুম উড়িয়েছে? এমন সময় ঘরোয়া টোটকা কাজে আসতে পারে। আদা দিয়েই হতে পারে সমাধান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭
কাশতে কাশতে দম বেরিয়ে যাওয়ার জোগাড়! আদা হতে পারে মুশকিল আসান

কাশতে কাশতে দম বেরিয়ে যাওয়ার জোগাড়! আদা হতে পারে মুশকিল আসান ছবি:ফ্রিপিক।

শীতের মরসুমে সর্দিকাশি বাধিয়েছেন। সিরাপ খেলেও মাঝেমধ্যে এমন কাশির দমক উঠছে যে, চোখে জল এসে যাওয়ার জোগাড়। এমন সময়ে কাজে আসতে পারে আদা। মশলা হিসাবে রকমারি রান্নায় ব্যবহৃত আদার অনেক গুণ। কাশি কমাতে শুকনো আদা খাওয়ার চল রয়েছে। তবে হাতের কাছে শুকনো আদা না থাকলে টুকরো করে কাটা কাঁচা আদা চিবোলেও এ ক্ষেত্রে উপকার মিলতে পারে। আর কী ভাবে সর্দিকাশি কমাতে আদা খাবেন?

Advertisement

তুলসী-আদার রস: তুলসীপাতা রস করে তাতে মিহি করে কুচোনো আদা দিয়ে কম আঁচে গরম করে নিন। যোগ করুন মধু। হালকা গরম থাকা অবস্থায় সেটি খেয়ে নিন। কাশি কমাতে ঘরোয়া টোটকা বেশ কার্যকর।

কাড়া: জলে থেঁতো করা আদা, গোলমরিচ, লবঙ্গ ফুটিয়ে নিন। তার পর ছেঁকে একটু মধু মিশিয়ে গরম গরম খেয়ে ফেলুন। গলা খুসখুস করে বলেই কাশি থামতে চায় না। এতে গলায় আরাম হবে।

লজেন্স: আদা লজেন্সও সঙ্গে রাখতে পারেন। কাশির সময় মুখে পুরে চুষলেই ধীরে ধীরে কাজ হবে। বাড়িতেও আদা লজেন্স বানানো যায়। আদা শুকনো কড়ায় নাড়াচাড়া করে গোলমরিচ, তুলসীপাতা দিয়ে বেটে, গুড়ের সঙ্গে জ্বাল দিয়ে ঘন করে লজেন্স বানানো যায়।

Advertisement
আরও পড়ুন