Yash Dasgupta

Yashrat: দাদা রিয়াংশের কোলে ছোট্ট ঈশান! দীপাবলিতে যশ-নুসরতের সঙ্গে রংমিলন্তি দুই ছেলের

স্ত্রী, দুই সন্তানকে নিয়ে ভরা সংসার ছোট পর্দার ‘অরণ্য সিংহ রায়’-এর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১১:৪৫
পরিবারের সঙ্গে আলোর উৎসব কাটালেন যশ-নুসরত।

পরিবারের সঙ্গে আলোর উৎসব কাটালেন যশ-নুসরত।

এ বছরের দীপাবলি ‘দাশগুপ্ত-জাহান এন্ড কোং’-এর দখলে। বৃহস্পতিবার আলোর উৎসবের বাড়তি রোশনাই ইনস্টাগ্রামে ‘যশরত’-পুত্র ঈশানের প্রথম আবির্ভাব। গল্প তখনও ফুরোয়নি! রাত বাড়তেই ঈশানের ফ্যানপেজ এক সঙ্গে সামনে আনল যশের দুই ছেলেকে। অভিনেতার বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে তার ছোট ভাই ঈশান।

এ দিন নুসরত জাহান নিজেকে সাজিয়েছিলেন বেগুনি সিল্ক শাড়িতে। যার জমিতে ফুটে উঠেছিল ঝিকমিকে অজস্র জরি বুটির কারুকাজ। অভিনেত্রী একা সাজেননি। সাজিয়েছেন তাঁর ‘স্বামী’ যশ দাশগুপ্তকেও। একই রঙের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামায়।

Advertisement

তারকা দম্পতির গভীর প্রেম, মুগ্ধতা অটুট এখনও। প্রমাণ তাঁদের দীপাবলির ছবি। এর পরেই ঈশান-জননীর কোলে ঈশান! মুখ যদিও দেখা যায়নি। মা-বাবার রঙে রঙিন একরত্তি নুসরতের কোলে শুয়ে। ছেলের মুখের দিকে তাকিয়ে ‘নয়না’। দু’চোখে উপচে পড়েছে স্নেহ। যদিও খুদের মুখ দেখাননি নুসরত। যে নেটাগরিকেরা একটা সময় অনবরত কটাক্ষে বিদ্ধ করেছে নুসরতকে তাঁরাই শুভেচ্ছায়, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে! আশীর্বাদ করেছেন যশ-পুত্রকে।

রিয়াংশের সঙ্গে তোলা ঈশানের ছবিতে নুসরত-পু্ত্রের মুখ স্পষ্ট। দাদার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। দাদার সজাগ দৃষ্টি ভাইয়ের দিকে। ঈশানের মতো দাদা রিয়াংশের গায়েও এ দিন বেগুনি কারুকাজ করা পাঞ্জাবি। ছবিই বলে দিয়েছে, আক্ষরিক অর্থেই স্ত্রী, দুই সন্তানকে নিয়ে ভরা সংসার ছোট পর্দার ‘অরণ্য সিংহ রায়’-এর।

Advertisement
আরও পড়ুন