Tollywood Actress

বাবার কোলে, কালো ফ্রকে বাংলা ছবির নায়িকাকে চিনতে পারছেন?

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। পিতৃদিবসে ভাগ করে নিলেন নিজের ছোটবেলার ছবি। তাঁকে দেখে চিনতেই পারলেন না অনেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৭:৪৬
Childhood photo of Srabanti

চিনতে পারছেন নায়িকাকে? ছবি: ফেসবুক।

পরনে সাদা-কালো ফ্রক। মাথায় ছোট্ট ঝুঁটি। বাবার কোলে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। কখনও সৌন্দর্যের জন্য প্রশংসিত হয়েছেন, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচিতও হতে হয়েছে তাঁকে। যদিও আলোচনা, বিতর্ককে কখনও গুরুত্ব দেন না তিনি। একের পর এক ছবিতে সই করছেন তিনি। ও পার বাংলার পরীমণিকে কেন্দ্র করে ঠিক যেমন বিতর্কের শেষ নেই, এ পার বাংলাও অনেকটা তেমন। চিনতে পারছেন এই নায়িকাকে?

Advertisement

পিতৃদিবসে নিজের ছোটবেলার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা। তাঁকে দেখে অনেকের অনেক মন্তব্য। কিছু জন আবার চিনতে পারেননি তাঁকে। ১৬ বছর বয়সে বিয়ে, তার পর সন্তান। জীবনে অনেক পরিশ্রমও করতে হয়েছে। এ বার কি আন্দাজ করা যায় নায়িকার নাম? মন ঠিকই বলছে। কালো ফ্রক পরা এই ছোট্ট মেয়েটি হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১৮ জুন, এই বিশেষ দিনে ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন নায়িকা।

বাবার কোলে চুপটি করে বসে অভিনেত্রী। পাশে দাঁড়িয়ে পরিবারের অন্য সদস্যেরা। ছোটবেলার ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘‘পিতৃদিবসের শুভেচ্ছা বাবা।’’ নায়িকার মা-বাবা যে বরাবর তাঁর পাশে আছেন, সে কথা অনেক সাক্ষাৎকারেই বলেছেন অভিনেত্রী। কম বয়সে বিয়ের পর নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল শ্রাবন্তীকে। প্রতি পদে পরিবারকে পাশে পেয়েছেন তিনি। এই মুহূর্তে একগুচ্ছ কাজ তাঁর ঝুলিতে। পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিছু দিন আগেই ‘বাবুসোনা’ ছবির শুটিং সেরে লন্ডন থেকে ফিরেছেন নায়িকা। যে ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দর্শক দেখবেন জিতু কমলকে।

Advertisement
আরও পড়ুন