Will Smith

Will Smith: আমার আচরণ ছিল অমার্জনীয়, প্রকাশ্যে ক্ষমা চাইছি ক্রিস! চড়-বিতর্ক নিয়ে কী লিখলেন স্মিথ

ইনস্টাগ্রামে স্মিথ লিখেছেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি।  আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই এটা তার পরিচয় নয়৷’ 

Advertisement
সংবাদ সংস্থা
লস অ্যাঞ্জেলস শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৮:০৯
ক্রিস রককে চড় উইল স্মিথের

ক্রিস রককে চড় উইল স্মিথের ছবি রয়টার্স।

অস্কারের মঞ্চে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি চড় মেরেছিলেন স্মিথ। তাঁর এই আচারণের জন্য এ বার ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন অস্কার জয়ী অভিনেতা।

ইনস্টাগ্রামে স্মিথ লিখেছেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়।’

স্মিথ আরও লিখেছেন, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু জাডার শারীরিক অবস্থা নিয়ে মজা করা আমার পক্ষে সহ্য কঠিন ছিল এবং আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা ঠিক হয়নি।’

Advertisement

স্মিথ আরও লিখছেন, ‘আমার এই ব্যবহার বিশ্ব জুড়ে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি । ক্ষমাপ্রার্থী অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক এবং সব অংশগ্রহণকারীর কাছে। উইলিয়ামস পরিবার এবং কিং রিচার্ড পরিবারের কাছেও অপরাধ কবুল করছি। অস্কারের আলোকজ্জ্বল মঞ্চে আমার এ হেন আচারণ একটি দাগ ফেলে গিয়েছে। যা ক্ষমাহীন অপরাধ।’

অস্কারের মঞ্চে এমন নজিরবিহীন ঘটনার পরে ‘কিং রিচার্ড’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ। ধন্যবাদ জ্ঞাপক ভাষণে তিনি বারবার নিজের পরিবারকে ‘আগলে রাখার’ করার কথা বলেন।

আরও পড়ুন
Advertisement