Shah Rukh Khan

Shah Rukh Khan: ২০২৩-এ শাহরুখের কেরিয়ারের চাকা ঘুরতে চলেছে! ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞদের

৪ বছর পর ফের বড় পর্দায় কিং খান। সাফল্য আসবে? নাকি ঘিরে ফেলবে ব্যর্থতা? কী বলছেন বিশেষজ্ঞরা?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ২১:২৮
 নতুন বছরে সাফল্য আসবে কিং খান-এর?

নতুন বছরে সাফল্য আসবে কিং খান-এর?

প্রায় ৪ বছর আগে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’-তে অভিনয় করেছিলেন ‘বাদশা।’ তবে বক্স অফিসে খুব বেশি লাভের মুখ দেখেনি সে ছবি। সেই অর্থে শেষ কয়েক বছরে কোনও ছবিই বাণিজ্যিক ভাবে তেমন সফল হয়নি কিং খানের। ২০১৪-এ ‘হ্যাপি নিউ ইয়ার’- এর পর আর দর্শকের মন জয় করতে পারেননি শাহরুখ। তবে ২০২৩-এ নাকি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কিং খানের। এমনটাই ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞদের।

Advertisement

নতুন বছরে কোমর বেঁধে নামতে চলেছেন সুপারস্টার। জানুয়ারিতেই মুক্তি পাবে 'পাঠান'। যে ছবিতে আবারও শাহরুখ-দীপিকার জাদু দেখতে চলেছেন দর্শক। তার ঠিক কয়েক মাস পরেই প্রেক্ষাগৃহে আসবে ‘জওয়ান।’ এই ছবির হাত ধরেই বলিউড অভিষেক ঘটতে চলেছে তামিল পরিচালক আতলির। তার পর রয়েছে রাজু হিরানির ছবি ‘দুনকি।’ প্রথম বার তাঁর পরিচালনায় কাজ করছেন কিং খান। এক কথায় আগামী বছরটা শাহরুখ ভক্তদের জন্য রীতিমতো ধমাকেদার হতে চলেছে, তা বোধ হয় বলাই যায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন