Madhumita Sarcar

Madhumita Sarcar: আপনারা জানেন... কোথায় যাচ্ছে, বৃষ্টিভেজা দুপুরে কার যাওয়ার কথা বললেন মধুমিতা?

এমন মেঘলা দিনেও পথে বার হচ্ছেন মধুমিতা সরকার! ইনস্টাগ্রামে ভাগ হওয়া ছবি যে তেমনই বলছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:৫৫
মধুমিতা সরকার।

মধুমিতা সরকার।

শনিবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি। আকাশে চাপ চাপ মেঘ। এমন মেঘলা দিনেও পথে বার হচ্ছেন মধুমিতা সরকার! ইনস্টাগ্রামে ভাগ হওয়া ছবি যে তেমনই বলছে। অন্ধকার দিনে রঙের ঝিলিক তুলতে মধুমিতা বেছে নিয়েছেন রানি রঙা কাঁধ খোলা গাউন। উন্মুক্ত পিঠের থেকে চুল সরিয়ে ছড়িয়ে দিয়েছেন কাঁধের উপর। ঠোঁট রাঙানো গাঢ় রানি রঙের লিপস্টিকে। সব মিলিয়ে ঝলমলে তিনি। ছবির সঙ্গে মন্তব্যও তেমনই রসালো। নিজেকেই যেন নিজে ইঙ্গিত করে বলেছেন, ‘আপনারা বুঝতেই পারছেন.... কোথায় যাচ্ছে!’

সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা উৎসুক। প্রশ্ন তুলেছেন, কোথায় যাচ্ছেন মধুমিতা?

অভিনেত্রীর জবাবও তৈরি। জানিয়েছেন, ‘আমি নিম্নচাপের কথা বলতে চেয়েছি। কোথায় সরে যাচ্ছে সে?’ মন্তব্যের পাশে মজার ইমোজি। নেটাগরিকরা কিন্তু মধুমিতার কথা লুফে নিয়েছেন। সঙ্গে সঙ্গে এক ব্যক্তি ঘুরিয়ে প্রশ্ন রেখেছেন, ‘ক’দিন আগে নিম্নচাপ হয়েছিল। নাম তার ইয়াস। তাই না?’ আরেক জন যশ দাশগুপ্ত-মধুমিতা অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের নামেই ডেকেছেন অভিনেত্রীকে। প্রসঙ্গত, ধারাবাহিকের দৌলতে যশ-মধুমিতার জুটিও সেই সময় প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। জুটিকে জড়িয়ে নানা ধরনের গুঞ্জনও ছড়িয়েছিল সেই সময়।

Advertisement
array(10) { ["version"]=> string(3) "1.0" ["author_name"]=> string(16) "madhumita_sarcar" ["provider_name"]=> string(9) "Instagram" ["provider_url"]=> string(26) "https://www.instagram.com/" ["type"]=> string(4) "rich" ["width"]=> int(658) ["html"]=> string(6981) " " ["thumbnail_url"]=> string(283) "https://scontent.cdninstagram.com/v/t51.2885-15/sh0.08/e35/p640x640/202137596_491207895482428_2537193568633910693_n.jpg?tp=1&_nc_ht=scontent.cdninstagram.com&_nc_cat=1&_nc_ohc=05DSLmhHMFQAX9URVb-&edm=AMO9-JQAAAAA&ccb=7-4&oh=f792c3de023a0dc76806940b23d5a6ba&oe=60D52D49&_nc_sid=b9f2ee" ["thumbnail_width"]=> int(640) ["thumbnail_height"]=> int(800) }

নেটাগরিকেরা কি পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দিলেন? হতেও পারে। কারণ, আরেক অনুরাগী সঙ্গে সঙ্গে মধুমিতার পক্ষ সমর্থন করে বলেছেন, ‘নিম্নচাপ বলে, কে রে আমার মধুদিকে খোঁচা মারলি?’

Advertisement
আরও পড়ুন