Monami Ghosh

আনন্দের মেজাজে মনামী, জন্মদিনের আগে কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী?

ছোট থেকে বড় পর্দা— দাপিয়ে কাজ করে চলেছেন মনামী ঘোষ। ব্যস্ততার ফাঁকেই জন্মদিনে বিশেষ পরিকল্পনা করে ফেললেন মনামী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫০
Monami Ghosh plans for pre birthday celebration

প্রাক্-জন্মদিনের উদ্‌যাপনের জন্য কোথায় গেলেন মনামী? ছবি : ইনস্টাগ্রাম।

২০ ফেব্রুয়ারি মনামী ঘোষের জন্মদিন। বয়স বাড়লেও জন্মদিনের দিনটা অভিনেত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই জন্মদিনটা একটু বিশেষ করে তুলতে এক অন্য পরিকল্পনা করে ফেললেন অভিনেত্রী। কিছু দিন আগেই শেষ হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’। সেই শুটিং নিয়েও খুব ব্যস্ত ছিলেন মনামী। তার পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিরও শুটিং করছিলেন। শত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বার করে নিলেন অভিনেত্রী।

Advertisement

প্রাক্‌-জন্মদিন পালন করতে কোথায় গেলেন মনামী? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ব্যাঙ্ককে ঘুরতে গিয়েছেন মনামী। বিদেশের মাটিতেই এই দিনটা পালন করবেন অভিনেত্রী। তিনি কি একাই গিয়েছেন? না, যদিও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে শোনা যাচ্ছে, খুব বেশি দিনের ভ্রমণ নয়। মনামী যে ঘুরতে ভালবাসেন তা নায়িকার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়।

সম্প্রতি ‘পদাতিক’ ছবিতে পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন মনামী। চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই সবাইকে চমকে দিয়েছিলেন মনামী। নিজের ইউটিউব চ্যানেল, নাচ নিয়ে তাঁর ব্যস্ততা রয়েছেই সারা বছর। এখন তাঁকে বড় পর্দায় গীতা রূপে দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন