Tasnia Farin

আট বছর প্রেমের পর হঠাৎই বিয়ে সারেন ‘কারাগার’ খ্যাত তাসনিয়া, তাঁর স্বামীর পরিচয় জানেন?

১১ অগস্ট চুপিসারে বিয়ে সারেন তাসনিয়া ফারিণ। তার পর থেকে নায়িকার স্বামীকে নিয়ে আগ্রহ বেড়েছে অনুরাগীদের। অবশেষে প্রকাশ্যে নায়িকার স্বামীর পরিচয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৩:৫৪
Bangladeshi actress Tasnia Farin

তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত।

পাঁচ দিন হল বিয়ে করেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। স্বামী শেখ রেজ়ওয়ানের সঙ্গে দীর্ঘ আট বছরের প্রেম তাঁর। এত দিন নিজের ব্যক্তিগত সম্পর্ককে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তিনি। ১১ অগস্ট সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। সে দিনই প্রকাশ্যে আনেন তাঁর ভালবাসার মানুষকে। তার পর থেকেই রেজ়ওয়ানকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কে এই রেজ়ওয়ান? কী করেন? বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, রেজ়ওয়ান বিদেশে পড়াশোনা করছেন।

Advertisement

নায়িকার ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে তাঁর পুরো নাম শেখ রেজ়ওয়ান রফিদ আহমেদ। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন রেজ়ওয়ান। মাঝে কয়েক বছর ঢাকার একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসাবে চাকরি করেছেন। বর্তমানে তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন। সাড়ে আট বছর ধরে নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও ফারিণ নিজের ঘনিষ্ঠ কয়েক জন বাদ দিয়ে কাউকেই নিজের প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনেননি।

সোমবার দিন বিয়ের সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন তাসনিয়া। বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, “সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগস্ট পরিণতি পেল। সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি।”

‘কারাগার’ ছাড়াও ‘লেডিজ় অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজ়ে তাসনিয়ার অভিনয় প্রশংসিত হয়েছিল। সম্প্রতি পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতে দর্শক তাসনিয়াকে দেখেছেন। তাঁকে আরও সিরিজ় এবং ছবিতে দেখার জন্য আগ্রহী দর্শক।

Advertisement
আরও পড়ুন