tiger shroff

Tiger-Disha: ছ’বছরের সম্পর্কে কেন ইতি টানলেন টাইগার-দিশা? বেরোল আসল সত্যি

বলিউড জুড়ে যেন বিচ্ছেদের মরসুম। শমিতা-রাকেশের পর এ বার দিশা-টাইগার। কেন ভাঙল সম্পর্ক?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ২০:২৭
কেন বিচ্ছেদ হল টাইগার-দিশার?

কেন বিচ্ছেদ হল টাইগার-দিশার?

শেষ দু’দিনে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে একটাই খবর। ছ’বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন টাইগার শ্রফ এবং দিশা পটানি।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টিনসেল নগরীতে। অবশেষে প্রকাশ্যে এল আসল সত্যি। মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর, বেশ অনেক দিন ধরেই নাকি একত্রবাস করছিলেন টাইগার-দিশা। এমনকি জ্যাকি-পুত্রকে বিয়েও করতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের প্রসঙ্গে ক্রমাগত এড়িয়ে যাচ্ছিলেন 'হিরোপন্তি'র নায়ক।

Advertisement

শোনা যাচ্ছে, প্রেম করতে কোনও অসুবিধা ছিল না, কিন্তু বিয়ের নাম শুনলেই গায়ে জ্বর আসত টাইগারের! প্রত্যেক বারই তাই দিশার বিয়ের প্রস্তাব নাকচ করে দেন। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব তাড়াতাড়ি ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ফের এক হয়ে যাবেন টাইগার-দিশা।

নিজেদের সম্পর্কের কথা কোনওদিন প্রকাশ্যে স্বীকার করেননি দু'জনের কেউই। তবে কখনও ‘না’-ও বলেননি। আপাতত দিশা তাঁর আগামী ছবি নিয়ে চূড়ান্ত ব্যস্ত। টাইগার সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

Advertisement
আরও পড়ুন