Disha Patani

Jackie Shroff-Tiger Shroff-Disha Patani: একসঙ্গে থাকবে কি না, ওরাই ঠিক করুক, দিশা-টাইগারের বিচ্ছেদ নিয়ে সরব বাবা জ্যাকি

দিশা পটানির সঙ্গে খুব ভাল সম্পর্ক শ্রফ পরিবারের। তবু দিশা-টাইগার একসঙ্গে থাকবে কি না, সেটা ওদের সিদ্ধান্ত। বললেন বাবা জ্যাকি শ্রফ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৪:০১
টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে সরব জ্যাকি।

টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে সরব জ্যাকি।

শ্রফ পরিবারের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক দিশা পটানির। টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ প্রেমের সূত্রে তাঁর বাবা জ্যাকি শ্রফ, মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ, দেখাসাক্ষাৎ। বছর ছয়েকের সম্পর্ক পেরিয়ে আচমকাই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন দুই তারকা। তাই নিয়েই আপাতত নতুন গুঞ্জন বলিপাড়ায়। কী বলছেন বাবা জ্যাকি?

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আশি-নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা স্পষ্ট বলেন, ‘‘ওদের প্রেম, ওদের জীবন। দু’জনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমি কোনও ভাবেই নাক গলাতে চাই না।’’

Advertisement

গত বেশ কয়েক বছর টাইগার-দিশাকে একসঙ্গে দেখেছেন জ্যাকি। তাঁর পরিবারের সঙ্গে দিশার যে বেশ ভাল সম্পর্ক, সে কথাও মানছেন অভিনেতা। তবে তাঁর বক্তব্য, ‘‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না মোটেই। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই বন্ধুত্বটা থেকে যাবে দু’জনের।’’

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন দিশা। টাইগারের কেরিয়ার শুরু ‘হিরোপন্তি’-তে। ২০১৮-র ছবি ‘বাঘি ২’-তে প্রথম জুটি বাঁধেন দু’জনে।

Advertisement
আরও পড়ুন