Ritabhari Chakraborty

বিকিনিতে তপ্ত ঋতাভরী, কেজো দিনে তাপ ছড়ালেন সমুদ্র পাড়ে!

অতিমারির তাণ্ডবের মধ্যে হঠাৎ কোথায় জলবিহারে নায়িকা?  

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২০:০১
ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

কে বলে সোমবার মনখারাপের দিন? ঋতাভরী চক্রবর্তীকে দেখুন। ফুরফুরে মেজাজে দিব্য ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রতটে। পরনে বিকিনি টপ এবং ছোট স্কার্ট। অভিনেত্রীর তপ্ত ছবি কেজো দিনেও অন্যমনস্ক করে দিয়েছে নেটাগরিকদের। প্রশ্নও তুলে দিয়েছে, অতিমারির তাণ্ডবের মধ্যে হঠাৎ কোথায় জলবিহারে নায়িকা?

উত্তর লুকিয়ে ছবিতেই। মাঝেমধ্যেই মন ভাল করতে ঋতাভরী শেয়ার করেন বেড়াতে যাওয়ার পুরনো ভিডিয়ো। স্মৃতির পাতা উল্টোতে উল্টোতে মন ভাল হয়ে যায় তাঁরও, এমনটাই দাবি অভিনেত্রীর। সোমবারেও তিনি সেটিই করেছেন। সপ্তাহান্ত হওয়ার আগেই ডুব দিয়েছেন অতীতে। ফলাফল, সান দিয়েগোর সমুদ্রতটের ভিডিয়ো ঋতাভরীর পাতায় জ্বলজ্বল করছে। দেখে মহাখুশি অনুরাগীরা। দর্শনেই অর্ধেক ভ্রমণ সেরে নিয়েছেন অনেকে। প্রায় সবাই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement

ছোট্ট ক্লিপিংয়ে বাড়তি পাওনা, পিটবুল, ব্রিটনি স্পিয়ার এবং রোমিয়ো সান্তোসের গাওয়া ‘হে মা’ গানটির পিটবুল এবং জে বলভিন কৃত স্পেনীয় রূপান্তর।

Advertisement
আরও পড়ুন