Debchandrima Singha Roy

Debchanndrima-Sunny: ‘আর্য’ রিজওয়ানের জীবনে ‘নন্দিনী’র আবির্ভাব, কী বললেন চারু?

ছোটপর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। আসছে নতুন জুটি ইন্দ্রানী ও রিজওয়ান রব্বানি শেখ। এ প্রসঙ্গে কী বললেন দেবচন্দ্রিমা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ২০:৫৮
সানি-ইন্দ্রানীর নতুন জুটি নিয়ে কী বললেন দেবচন্দ্রিমা?

সানি-ইন্দ্রানীর নতুন জুটি নিয়ে কী বললেন দেবচন্দ্রিমা?

ছোটপর্দায় ফিরছেন ধারাবাহিক ‘সাঁঝের বাতি’র আর্য এবং ‘বরণ’-এর তিথি। নতুন ধারাবাহিক ‘নবাব নন্দিনী’র হাত ধরেই দর্শকের সামনে আসছে নতুন জুটি। এ কথা পাঠকদের প্রথম আনন্দবাজার অনলাইন জানিয়েছিল। ধারাবাহিকের প্রচার ঝলকের শ্যুটও হয়ে গিয়েছে। কিছু দিন আগে পর্যন্ত ‘চারু’ ওরফে দেবচন্দ্রিমা আর ‘আর্য’ ওরফে সানির রসায়নে বুঁদ ছিল দর্শক।

ক্যামেরার পিছনেও তাঁদের বন্ধুত্বের কথা সবারই জানা। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিক শেষ হয়েছে বেশ অনেক দিন হল। এক দিকে সানি যেমন জুটি বাঁধছেন ইন্দ্রানীর সঙ্গে তেমনই অন্য দিকে দেবচন্দ্রিমাও জুটি বেঁধেছেন প্রতীক সেনের সঙ্গে।

Advertisement

সানির সঙ্গে ইন্দ্রানীর এই নতুন জুটি নিয়ে কী বলছেন দেবচন্দ্রিমা ? আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হলে নায়িকা উত্তেজিত হয়ে বললেন, “সানি আমার খুব ভাল বন্ধু। ইন্দ্রানীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছে। আমি ওদের পর্দায় দেখার জন্য খুব উত্তেজিত। চাই ওদের ধারাবাহিক খুব হিট হোক। প্রচুর টিআরপি আসুক।”

তা হলে কোনও প্রতিযোগিতা নেই ? সঙ্গে সঙ্গে নায়িকার উত্তর, “ওমা তা কেন? ভাল বন্ধু বলে প্রতিযোগিতা থাকবে না তা কি কখনও হয়? আমিও নতুন ধারাবাহিক শুরু করেছি। সুস্থ প্রতিযোগিতা তো থাকবেই।”

Advertisement
আরও পড়ুন