Vivek Agnihotri

ব্যাঙ্ককেও হিন্দু রীতি নিয়ে মন্তব্য করতে হবে! আমির-কিয়ারার বিজ্ঞাপন নিয়ে কটাক্ষ বিবেকের

কিয়ারা-আমির অভিনীত এক টেলিভিশন বিজ্ঞাপন ঘিরে বিতর্কের ঝড় নেটদুনিয়ায়। ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনে হিন্দু রীতিনীতি, সংস্কার নিয়ে কেন কথা হবে? প্রশ্ন বিবেকের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৩:৫১
কিয়ারা-আমির অভিনীত বিজ্ঞাপন নিয়ে কী বললেন বিবেক?

কিয়ারা-আমির অভিনীত বিজ্ঞাপন নিয়ে কী বললেন বিবেক?

এক ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপন ঘিরে বিতর্কের ঝড়। হিন্দু ধর্মের মূলে আঘাত হানার অভিযোগ। যার তির এসে লাগল আমির খান এবং কিয়ারা আডবাণীর গায়ে। যাঁরা প্রথম বার একসঙ্গে কাজ করলেন কোনও বাণিজ্যিক বিজ্ঞাপনে। অভিযোগ তুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, কোনও ব্যাঙ্ক যদি ভাল পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চায়, তা হলে তা ব্যাঙ্কিং অনুষঙ্গেই দিতে পারে। আমানত, লেনদেন কিংবা উন্নত অত্যাধুনিক ব্যবস্থা বিজ্ঞাপনের বিষয় হতে পারে। হঠাৎ করে হিন্দু বিয়ে কেন? তাঁরা কি সমাজ বদলে দেবেন নাকি?

Advertisement

পরিচালকের সেই মন্তব্য সমর্থন করলেন অনেকেই। কী ছিল সংস্থার বিজ্ঞাপনে? ভিডিয়োতে দেখা যায়, আমিরকে বিয়ে করে আনছেন কিয়ারা। গাড়ি করে নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে। আমির বলছেন, “এই প্রথম এমন হচ্ছে। বিয়ের পর নতুন ঘরে যাওয়ার সময় নতুন বউ কান্নাকাটি করছে না।” কিয়ারা বলছেন, “তুমিও তো ঘর ছাড়লে, কাঁদছ কি?” পরের দৃশ্যে আমির-কিয়ারা ঢুকছেন নতুন মহলে। সবাই বরণ করতে প্রস্তুত। আমির জিজ্ঞেস করলেন, “কে প্রথম পা রাখবে? তুমি?” কিয়ারার সপ্রতিভ জবাব, “এ বাড়িতে নতুন কে? তুমি না? তা হলে তুমিই পা রাখো!” ঢুকলেন আমির। পিছনে কিয়ারা। হিন্দু বিয়ের এমন রীতিবদল দেখিয়ে উপসংহারে পৌঁছে যায় বিজ্ঞাপন। ওই ব্যাঙ্কিং সংস্থার দাবি, এমনই বদল তাঁরা এনে দিতে চান।

সেই ভিডিয়োকে নিশানা করেই টুইটে সরব বিবেক। লিখেছেন, “আমি একেবারেই বুঝতে পারছি না, দুটি বিষয় কী ভাবে প্রাসঙ্গিক! সমাজ, ধর্ম এবং সংস্কার নিয়ে চিন্তাভাবনা করার দায়িত্ব ব্যাঙ্ক কবে নিল?”

অনুচ্ছেদ ভেঙে আরও লিখলেন, “এই সব বোকাবোকা কাজ করবে আর তার পর চিৎকার করবে হিন্দুরা ট্রোল করছে!”

যত বেলা বাড়ল, নির্মম কাটাছেঁড়া চলতে দেখা গেল বিজ্ঞাপনটি নিয়ে। নেটাগরিকদের প্রশ্ন তুললেন, কেন হিন্দু রীতিনীতিকে বিজ্ঞাপনী ছবির বিষয় করা হবে? সেই ব্যাঙ্কিং সংস্থাকে বয়কটের ডাকও শোনা যাচ্ছে ইতিমধ্যেই।

Advertisement
আরও পড়ুন