Virat Kohli-Anushka Sharma

অন্তঃসত্ত্বা অনুষ্কা, তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা থেকে কী কারণে বিরাট গিয়েছিলেন লন্ডনে ?

একা রয়েছেন অনুষ্কা, শোনা যাচ্ছে অভিনেত্রী দ্বিতীয় বার সন্তানসম্ভবা। বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তড়িঘড়ি কী কারণে স্ত্রীর কাছে ফিরতে হল ক্রিকেট তারকাকে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০২
(বাঁ দিকে) অনুষ্কা শর্মা (ডান দিকে) বিরাট কোহলি।

(বাঁ দিকে) অনুষ্কা শর্মা (ডান দিকে) বিরাট কোহলি। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ শেষের পর প্রথম টেস্ট ম্যাচ। শুরুর আগেই দক্ষিণ আফ্রিকা থেকে তড়িঘড়ি নাকি মুম্বই ফিরতে হয়েছে বিরাট কোহলিকে। এ দিকে স্ত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। বিরাট নেই। তাই একাই রয়েছেন তিনি। আচমকা অনুষ্কার কোনও দরকার পড়ল কি, যার ফলে বোর্ডের অনুমতি নিয়ে মুম্বই ফিরতে হল বিরাটকে? তিন দিনের অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। তাঁর টেস্ট ম্যাচ খেলা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে কি সত্যিই অনুষ্কার কোনও বাড়াবাড়ি হল?

Advertisement

গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি সমাজমাধ্যমের পাতায় আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিরুষ্কা। তা আর হয়নি। ভারত বিশ্বকাপ ফাইনালে হারার পর বিরাটকে তেমন ভাবে দেখা যায়নি। ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে ১৯ ডিসেম্বর সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন অনুষ্কা। সেই ভিডিয়ো দেখেই অনুরাগীদের ধারণা, ইঙ্গিতে হলেও নিজের দ্বিতীয় বার মা হওয়ার জল্পনায় সিলমোহর দিয়েই দিলেন নায়িকা। এর মাঝে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে তড়িঘড়ি দেশে প্রত্যাবর্তন নিয়ে চিন্তায় অনুষ্কার শুভানুধ্যায়ীরা। তবে আসল কারণ এই যে, বিরাট দেশে ফেরেননি, গিয়েছিলেন লন্ডনে। এই মুহূর্তে অনুষ্কা রয়েছেন সেখানে। স্ত্রীকে সঙ্গ দিতেই ছুটি নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। শো্না যাচ্ছে, অনুষ্কা শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। ২৪ তারিখ ফের দক্ষিণ আফ্রিকা ফিরছেন বিরাট।২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরু। সেই ম্যাচ বিরাট খেলবেন বলেই জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন