Virat Kohli

Virat-Anushka: ‘খোলামেলা’ অনুষ্কাকে দেখে আপ্লুত বিরাট, যেন নতুন করে চিনলেন স্ত্রীকে!

কর্ণের জন্মদিনে তিনিই নজরকাড়া। খোলামেলা পোশাকে সাহসী অনুষ্কা। তারই ছবিতে নিজের স্ত্রীকে যেন নতুন করে চিনলেন বিরাট কোহলী!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৪:৩২
চেনা অনুষ্কাই অচেনা হয়ে ধরা দিলেন বিরাটের চোখে!

চেনা অনুষ্কাই অচেনা হয়ে ধরা দিলেন বিরাটের চোখে!

জন্মদিন কর্ণ জোহরের। উপহার পেলেন বিরাট কোহলী! এত দিনের চেনা স্ত্রী-ই ধরা দিলেন একেবারে অচেনা হয়ে! মুগ্ধ চোখে অপলক দেখলেন প্রাক্তন ভারত-অধিনায়ক!

কর্ণের জন্মদিনের পার্টিতে তারার মেলা। সেখানেই গিয়েছিলেন অনুষ্কা। সেখানেই পর্দার ‘পরি’র সাজে বড়সড় চমক। কালো বডিকন গাউন। নেকলাইনের নীচে ‘সাহসী’ কাটাছেঁড়া। সেখান থেকেই বক্ষভাঁজে উপচে পড়া যৌবন। কোমর ছোঁয়া স্লিটের ফাঁক দিয়েও খোলামেলা পেলব শরীরের উঁকিঝুঁকি। দেখেশুনে বিরাটেরই বুঝি ‘কুছ কুছ হোতা হ্যায়’!

Advertisement

নিজের এমন ‘অচেনা’ ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘চাকদহ এক্সপ্রেস’। স্ত্রীকে এমন নতুন সাজে দেখে আবেগ-উচ্ছ্বাসে ভেসেছেন বিরাটও। মন্তব্যও করেছেন— ‘ওয়াও!’ সঙ্গে বিস্ময়, প্রেম-হৃদয়ের একাধিক ইমোজি। বিরাট-ঘরনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন একাধিক তারকাও।

বুধবার ছিল কর্ণের পঞ্চাশতম জন্মদিনে। সন্ধে থেকেই সাজে-গ্ল্যামারে তারকা-সমাবেশ। ছিলেন বলিউডের অজস্র তারকা। সেই ভিড়েই সব আলো টেনে নিয়েছেন অনুষ্কা। তাঁর চোখধাঁধানো খোলামেলা অবতারে!

Advertisement
আরও পড়ুন