Vikrant Massey

Vikrant Massey-Sheetal Thakur: বলিউডে উৎসবের মরসুম, ফারহান-শিবানীর আগেই বিয়ে করছেন ‘ছপক’-এর নায়ক

পরিবার-পরিজনকে সাক্ষী রেখে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।বিয়ের অনুষ্ঠান মিটতেই অনুরাগীদের জন্য ছবি দেবেন নেটমাধ্যমে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৩
সব রীতিনীতি মেনে বিয়ে করবেন বিক্রান্ত এবং শীতল।

সব রীতিনীতি মেনে বিয়ে করবেন বিক্রান্ত এবং শীতল।

উৎসবের মরসুম বলিউডে। ১৯ ফেব্রুয়ারি বিয়ে করবেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। তার আগেই জীবনের নতুন পর্বে পা রাখতে চলেছেন ইন্ডাস্ট্রির আরও এক তারকা। অভিনেতা বিক্রান্ত মাসে সাত পাক ঘুরতে চলেছেন দীর্ঘ দিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে।

সূত্রের খবর, সব রীতিনীতি মেনে বিয়ে করবেন বিক্রান্ত এবং শীতল। পরিবার-পরিজনকে সাক্ষী রেখে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।বিয়ের অনুষ্ঠান মিটতেই অনুরাগীদের জন্য ছবি দেবেন নেটমাধ্যমে।

বহু দিন ধরে শীতলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ‘ছপক’-এর নায়ক। তারকা যুগল ইতিমধ্যেই নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন। এক ছাদের তলায় থাকেন তাঁরা। বিয়ের পরিকল্পনা করছিলেন গত বছর থেকেই। তবে অতিমারির প্রকোপে বাধ্য হয়েছেন বিয়ে পিছোতে। তবে নতুন বছর পড়তেই তাঁরা পা রাখলেন সংসার জীবনের দিকে। বলিউডে গুঞ্জন, প্রেম দিবসেই আইনি বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। এ বার ছাদনাতলায় পৌঁছনোর অপেক্ষা।

Advertisement
Advertisement
আরও পড়ুন