Vicky Kaushal

Vicky-Katrina: ক্যাটরিনার সঙ্গে ভিকির বিয়ে হচ্ছে না! আনন্দ-আয়োজনের মাঝেই বিস্ফোরক অভিনেতার দিদি

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকির তুতো দিদি উপাসনা বোরা জানিয়েছেন ‘ভিক্যাট’-এর বিয়ের খবর মিথ্যে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:১৩
সাত পাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা।

সাত পাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা।

বিয়ের দিন ঠিক। গোছগাছ শুরু ইতিমধ্যেই। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশী চিত্রগ্রাহক। কিন্তু ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়েটাই নাকি হচ্ছে না!

তবে এত আনন্দ-আয়োজন কি বৃথা?

Advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকির তুতো দিদি উপাসনা বোরা জানিয়েছেন ‘ভিক্যাট’-এর বিয়ের খবর মিথ্যে। পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, “সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়ো খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেরাই জানাব। আমি ভিকির সঙ্গে কথা বলেছি।আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।”

বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে তাঁদের। তার আগেই হবে আইনি বিয়ে। তবে এ সবই কি মিথ্যে? প্রেমকে পরিণতি দিয়ে সাতপাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময় উত্তর দেবে।

Advertisement
আরও পড়ুন