Vicky Kaushal

Vicky-Katrina: ‘হালুয়া-পরীক্ষা’য় পাশ ক্যাটরিনা, স্বাদে সেরা, প্রশংসা এল ভিকির কাছ থেকে

সদ্যবিবাহিত স্ত্রীকে হালুয়া রান্নার পরীক্ষায় দরাজ হাতেই পাশ করিয়ে দিয়েছেন ভিকি। বাটিভরা হালুয়া-র ছবি দিয়ে লিখেছেন ‘সেরা স্বাদের হালুয়া!’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৬:১৯
ক্যাটরিনায় মুগ্ধ ভিকি।

ক্যাটরিনায় মুগ্ধ ভিকি।

পঞ্জাবি হেঁশেলে ঢুকে পড়েছেন নতুন বউমা। পারিবারিক রীতি মেনে শ্বশুরবাড়ির সকলের জন্য বানিয়ে ফেলেছেন সুজির হালুয়া। ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি দিয়েছিলেন ক্যাটরিনা কইফ। লিখেছিলেন, ‘আমি বানিয়েছি’। এ বার বউয়ের হাতের রান্নায় মুগ্ধ ভিকিও ছবি দিলেন ইনস্টাগ্রামে। সঙ্গে ঢালাও প্রশংসা।

কী লিখেছেন ভিকি? সদ্যবিবাহিত স্ত্রীকে হালুয়া রান্নার পরীক্ষায় দরাজ হাতেই পাশ করিয়ে দিয়েছেন ‘উরি’র অভিনেতা। বাটিভরা হালুয়া-র ছবি দিয়ে মন্তব্য করেছেন ‘সেরা স্বাদের হালুয়া!’

Advertisement
ভিকির ইনস্টাগ্রাম স্টোরি।

ভিকির ইনস্টাগ্রাম স্টোরি।

কথায় বলে, পুরুষের হৃদয়ে পৌঁছতে হয় তাঁর পেটের পথ ধরে। অর্থাৎ, ভালমন্দ রেঁধে খাওয়ালেই খুলবে প্রেমের পথ! ভিকি-ক্যাটরিনা ভালবাসায় ভেসেছেন ঢের আগেই। এ বার স্ত্রী-র হাতে হাতা-খুন্তি। মিষ্টিমুখেই কি তবে শুরু হয়ে গেল অঢেল সুখের সংসার?

Advertisement
আরও পড়ুন