Lily Chakraborty

হাসপাতালে ভর্তি লিলি চক্রবর্তী, আদৌ কি তাই? কী বললেন অভিনেত্রী?

দিন কয়েক ধরে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে দেখা মিলছিল না অভিনেত্রী লিলি চক্রবর্তীর। কী হয়েছে তাঁর?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৫:৫০
লিলি চক্রবর্তী।

লিলি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আমচকাই শোনা যায়, হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। ফুসফুসের সমস্যায় নাকি ভুগছিলেন তিনি। যদিও বুধবার আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘‘আমি ঠিক আছি। এখন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’ ছবির ডাবিংয়ে যাচ্ছি।’’

Advertisement

বয়স প্রায় ৮২ বছর। তবু সিনেমা-সিরিয়ালে এখনও কাজ করছেন তিনি। কিন্তু, দিন কয়েক ধরে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে দেখা মিলছিল না তাঁর। তার পর থেকেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। আদৌ কি এই সিরিয়ালে ফের দেখা যাবে তাঁকে? অভিনেত্রী জানান, খুব শীঘ্রই শুটিংয়ে ফিরবেন তিনি। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘ গত ১২ দিন ধরে খুব অসুস্থ ছিলাম, হাসপাতালেও ভর্তি করাতে হয়। তবে খুব শীঘ্রই সিরিয়ালের শুটিংয়ে ফিরব। বুধবার সুস্থ বোধ করায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অযোগ্য’র ডাবিংয়ে যাচ্ছি। ডাবিংটা আগেই করার ছিল। তবে করতে পারিনি অসুস্থতার কারণে।’’

সিওপিডির সমস্যা রয়েছে বলে বেশি হাঁটলে বা কথা বললে হাঁপিয়ে যান তিনি। এ ছাড়াও ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর। তবে অসুস্থতা থাকলেও কাজই যেন তাঁর জীবনের মন্ত্র।

Advertisement
আরও পড়ুন